ফিটনেস নিয়ে খুশি নন ক্রিকেটাররাঃ ভিল্লাভারায়েন

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
নিজেদের ফিটনেস নিয়ে খুশি নন ক্রিকেটাররা, এমনটাই জানিয়েছেন বাংলাদেশ দলের ট্রেনার মারিও ভিল্লাভারায়েন। তবে দীর্ঘ আট মাস পর ক্রিকেটারদের ফিটনেস টেস্ট নিয়ে সন্তুষ্ট জাতীয় দলের এই ট্রেনার।
১৯ আগস্ট থেকে শুরু হয়েছে বাংলাদেশ দলের কন্ডিশনিং ক্যাম্প। ৩৬ জন ক্রিকেটার নিয়ে শুরু করা এই ক্যাম্পের দায়িত্বে আছেন লঙ্কান ট্রেনার ভিল্লাভারায়েন। ক্রিকেটারদের ফিটনেস ট্রেনিংয়ের জন্যই ব্যবস্থা করা হয়েছে এই ক্যাম্পের।

২০১৮ সালের এশিয়া কাপ থেকে টানা ক্রিকেটের মধ্যে রয়েছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। এর মাঝে কোনো ফিটনেস টেস্টের সুযোগ পায়নি তারা। এবার ঘরের মাঠের ত্রিদেশীয় সিরিজের আগে ফিটনেস টেস্টের ব্যবস্থা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ভিল্লাভারায়নে।
কন্ডিশনিং ক্যাম্পের প্রথম দিন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, 'আমরা আট মাস পর ফিটনেস টেস্ট করছি। কারণ অক্টোবর থেকে আমরা টানা ক্রিকেটের মধ্যে আছি। তাই আমার জন্য এবং খেলোয়াড়দের জন্য জানা উচিত কোন অবস্থানে আছে তারা। পরবর্তী মাসের জন্য কী কাজ করতে হবে। বর্তমান ফিটনেস নিয়ে তারা সন্তুষ্ট কিন্তু খুশি নয়। এটা মানা যায়, কারণ আমরা আট মাসে কোনো ফিটনেস ক্যাম্প করিনি।'
'স্বাভাবিকভাবেই তারা তাদের সেরা অবস্থায় নেই, তবে খারাপ না। তাই ঐদিক থেকে আমি সন্তুষ্ট। আমরা ফিটনেস টেস্ট করতে চাচ্ছি খেলোয়াড়দের অবস্থা জানার জন্য। রানিংয়ে তাদের ফিটনেস কেমন, শক্তি-সামর্থ্যে কী অবস্থায় আছে তারা এবং অন্যান্য দিকে কেমন কাজ করতে হবে। কিছু খেলোয়াড় আছে যাদের কাজ করতে হবে ফিটনেস নিয়ে। কিছু আছে ভালো করছে কিন্তু আরও উন্নতি করতে হবে।'
আগামী ২২ আগস্ট পর্যন্ত চলবে ৩৬ জন ক্রিকেটারের এই কন্ডিশনিং ক্যাম্প।