ফাইনালে হার শঙ্কায় ফেলে দিত বাটলারের ক্যারিয়ার

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সদ্য সমাপ্ত বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ড হেরে গেলে ক্যারিয়ার নিয়ে শঙ্কায় পড়তেন জস বাটলার। দল হেরে গেলে ফের কিভাবে ক্রিকেট খেলবেন সেটা জানা ছিল না তাঁর।
বিশ্বকাপ ফাইনালে আগে সব মিলিয়ে আঁটবার ফাইনাল খেলার অভিজ্ঞতা ছিল বাটলারের। যার মধ্যে সাতবারই পরাজিত দলের সদস্য হিসেবে মাঠ ছাড়তে হয়েছে তাঁকে।

যে কারণে ফাইনালে হারের তিক্ত অভিজ্ঞতা অনেকবার পেয়েছেন এই উইকেটরক্ষক। তাই তো বিশ্বকাপের ফাইনালে হার মেনে নিতে পারতেন না বলে জানিয়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান।
'সম্প্রতি এক সাক্ষাৎকারে বাটলার বলেন, আমি অনেক ভয়ে ছিলাম। যদি হেরে জেতাম তাহলে ফের কিভাবে ক্রিকেট খেলব সেটা জানা ছিল না। এমন সুযোগ বার বার আসে না।
তাও আবার লর্ডসের মাটিতে ফাইনাল। সব কিছু ভাগ্যের উপর ছেড়ে দিয়েছিলাম। যদি না পারতাম তাহলে ফের ক্রিকেট খেলার জন্য নিজেকে কিভাবে উৎসাহ দিব সেটা নিয়ে চিন্তিত ছিলাম।'
গেল রবিবার বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মত বিশ্বকাপ শিরোপা জিতেছে ইংল্যান্ড। মহাগুরুত্বপূর্ণ সেই ম্যাচে দলের পক্ষে ৫৯ রানের ইনিংস খেলে বড় অবদান রাখেন বাটলার।