promotional_ad

হার্ড হিটার হতে কাজ করছেন মোসাদ্দেক

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


ঘরোয়া ক্রিকেটের পারফর্মেন্সের সুবাদে আয়ারল্যান্ড সিরিজ এবং বিশ্বকাপ স্কোয়াডে ফিরেছিলেন তরুণ অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন। দলে ফিরে সুযোগটাকে বেশ ভালোভাবেই কাজে লাগিয়েছেন তিনি।


আয়ারল্যান্ড ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ফিফটি হাঁকিয়ে দলকে ম্যাচ জিতিয়েছেন, সঙ্গে বিশ্বকাপে বাংলাদেশের একাদশে খেলেছেন প্রত্যেক ম্যাচেই। ব্যাটিং-বোলিং দিয়ে নিজের সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করেছেন সবসময়ই।


বিশ্বকাপে হতাশাজনক পারফর্মেন্সের পর টাইগাররা এবার নিজেদেরকে প্রস্তুত করছেন আসন্ন শ্রীলঙ্কা সফরের জন্য। তাই সিরিজ শুরুর আগে নিজেকে আরও ভালোভাবে ঝালাই করে নিচ্ছেন মোসাদ্দেক। বিশেষ করে কাজ করছেন স্ট্রাইক রেট নিয়ে।


শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্ব পাওয়া ভারতের সাবেক ব্যাটসম্যান ওয়াসিম জাফরের সঙ্গে নিজের ফুট ওয়ার্ক এবং স্ট্রাইক রেট নিয়ে কাজ করছেন মোসাদ্দেক। ওয়াসিম জাফরকে এর আগে বেশ কাছ থেকেই দেখেছেন এই তরুণ।



promotional_ad

ঢাকা প্রিমিয়ার লিগ এক সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করার পর এবার তাঁর কাছ থেকেই ব্যাটিং দীক্ষা নিচ্ছেন মোসাদ্দেক। বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডানহাতি এই অলরাউন্ডার জানিয়েছেন, 


বিশ্বকাপে যেভাবে খেলেছেন শ্রীলঙ্কা সিরিজেও সেভাবেই খেলতে চান। তাঁর মতে, 'আসলে পুরো বিশ্বকাপে যেভাবে ব্যাটিং করেছি এখনও সেভাবেই ব্যাটিং করার চেষ্টা করছি।স্ট্রাইক রেট নিয়ে একটু ভালোভাবে কাজ করছি, বিষয়টি নিয়ে সতর্ক আমি। ওয়াসিম ভাইর সাথে ফুট ওয়ার্ক নিয়ে কাজ করছি, এটা ঠিক করতে পারলে আমি আশা করছি এর চেয়ে ভালো কিছু করতে পারবো ইনশাআল্লাহ।


প্রিমিয়ার লীগ থেকেই এই ব্যাপারগুলোর ওপর আমি ফোকাস করছিলাম। এছাড়া আমাদের আর কোনো টুর্নামেন্ট ছিল না। আপনি যদি বিপিএলে দেখেন, আমি কিন্তু চার পাঁচটি ম্যাচে ১৭০-৮০ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছি। এখান থেকে আসলে মূলত আমি ফোকাস করছি যে এখানে খেলতে গেলে আমার এমন স্ট্রাইক রেটে ব্যাটিং করা লাগতে পারে।'


আয়ারল্যান্ড ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ১৯২.৫৯ স্ট্রাইক রেটে ২৭ বলে ৫২ রানের ইনিংস খেলে বাংলাদেশকে ম্যাচ জিতিয়েছিলেন মোসাদ্দেক। এরপর বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০ বলে ২৬, ইংল্যান্ডের বিপক্ষে ১৬ বলে ২৬, আফগানিস্তানের বিপক্ষে ২৪ বলে ৩৫ রান করেছেন তিনি।


প্রায় প্রত্যেক ম্যাচেই ১০০'র উপর স্ট্রাইক রেটে ব্যাট করেছেন মোসাদ্দেক। সাত নম্বর পজিশনে হার্ড হিটার সাব্বির রহমানের চেয়ে তাঁকে প্রাধান্য দেয়া হয়েছে বিশ্বকাপে। সব মিলিয়ে শ্রীলঙ্কা সিরিজের আগেও একই বিষয় নিয়ে কাজ করছেন, নিজেকে একজন হার্ড হিটার ব্যাটসম্যান হিসেবে তৈরি করতে। 



এর আগে বাংলাদেশের সাবেক কোচ স্টিভ রোডসকেও মুগ্ধ করেছিলেন মোসাদ্দেক। আয়ারল্যান্ড সিরিজের ফাইনালে ২৭ বলে ৫২ রানের ইনিংস খেলে ইংলিশম্যানের মন জয় করেছিলেন তিনি। ফাইনাল শেষে সাবেক কোচ রোডস বলেছিলেন,


'যেটা হয়েছে, উদাহরণ হিসাবে মোসাদ্দেকের কথাই বলি, সে সবাইকে মুগ্ধ করে দিয়েছে। এটা আমাদের স্কোয়াডের গভীরতা সম্পর্কে ধারণা দেয় এবং তাঁর খেলারই কথা ছিল না। সে না খেললেও আমরা ভালো জায়গায় থাকতাম, অন্য খেলোয়াড়রাও ভালো খেলতো। এটা আমাদের আত্মবিশ্বাস দিচ্ছে যে আমরা বড় ম্যাচ জিততে পারি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball