promotional_ad

নেহরার বিশ্বকাপ একাদশে সাকিব

ছবিঃ টুইটার
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইংল্যান্ড বিশ্বকাপটা অসাধারণ কেটেছে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই পারফর্ম করে টাইগারদের পুরো আসরে অনেকটা একাই টেনে নিয়ে গিয়েছেন তিনি। টুর্নামেন্টের সেমিফাইনালে যেতে না পারলেও ৬০৬ রান এবং ১১ উইকেট নিয়ে আসর শেষ করেছেন অলরাউন্ডার। সেই সুবাদে ভারতের সাবেক পেসার আশিস নেহরা তাঁর বিশ্বকাপ সেরা একাদশে সাকিবকে রেখেছেন।


একাদশে সাকিবকে রাখার প্রসঙ্গে নেহরা বলেন , 'পুরো বিশ্বকাপে সাকিব তিন নম্বরে খেলেছে কিন্তু আমার একাদশে তাঁকে আমি পাঁচ নম্বরে রাখছি। 



promotional_ad

আমার দলে একজন লেগ স্পিনার আছে, যুবেন্দ্র চাহাল। সাকিব এবং চাহাল দুইজন স্পিন দিয়ে প্রতিপক্ষকে বিপদে ফেলতে পারবে, সঙ্গে এই ওলরাউন্ডারের ব্যাটিং তো রয়েছেই।'


এবারের আসরে পাঁচটি সেঞ্চুরি হাঁকানো ভারতের রোহিত শর্মাকে ওপেনার হিসেবে দলে রেখেছেন নেহরা। সঙ্গী হিসেবে তাঁর সঙ্গে জুটি বাঁধবেন আসরে ৬৪৮ রান করা অস্ট্রলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। 


তিন নম্বরে নিজের প্রিয় ক্রিকেটার ভারতের অধিয়ানয়ক বিরাট কোহলিকে রেখেছেন তিনি। ভারতীয়দের মধ্যে মহেন্দ্র সিং ধোনি, যুবেন্দ্র চাহাল এবং জাসপ্রিত বুমরাহ রয়েছেন এই দলে।



দুই ইংলিশ ক্রিকেটার বেন স্টোকস এবং জফরা আর্চারকে এই দলে রেখেছেন তিনি। নিউজিল্যান্ডকে পুরো বিশ্বকাপে একাই টেনেছেন অধিনায়ক কেন উইলিয়ামসন। তাঁকে চার নম্বরের দায়িত্ব দিয়েছেন তিনি।   


নেহরা'র বিশ্বকাপ সেরা একাদশঃ রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি, কেন উইলিয়ামসন, সাকিব আল হাসান, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), বেন স্টোকস, জফরা আর্চার, মিচেল স্টার্ক, জাসপ্রিত বুমরাহ, যুবেন্দ্র চাহাল।
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball