২০১৫ বিশ্বকাপের পর ফাইনালের চিন্তা ছিল হাস্যকর: মরগান

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
২০১৫ বিশ্বকাপে ইয়ন মরগানের নেতৃত্বে গ্রুপ পর্বের গণ্ডি পার করতে পারেনি ইংল্যান্ড। বাংলাদেশের বিপক্ষে হেরে সেবার বিশ্বকাপ থেকে বাদ পড়তে হয়েছিল তাদের। আর সেই ইংল্যান্ডই এবারের বিশ্বকাপে শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে।
২০১৫ বিশ্বকাপ থেকে বাদ পড়ে পরবর্তী বিশ্বকাপে ফাইনাল খেলার স্বপ্ন ইংলিশ অধিনায়ক ইয়ন মরগানের কাছে সে সময় হাস্যকর ছিল, নিজ মুখেই স্বীকার করেছেন তিনি।
গেল বিশ্বকাপের হতাশাজনক পারফর্মেন্সই বদলে দিয়েছে ইংল্যান্ডকে। যার সুবাদে শেষ চার বছরে নিজেদের পরিবর্তন করে সব থেকে ধারাবাহিক দলে পরিণত হয়েছে ইয়ন মরগানের দল। দারুণ ফর্মে থেকে ২০১৯ বিশ্বকাপের ফাইনালে উঠেছে তারা।

২৭ বছর পর বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নেয়া দলটির অধিনায়ক মরগানের কাছে তাই সবকিছু কল্পনার মত। গেল বিশ্বকাপ থেকে এই বিশ্বকাপ পর্যন্ত ইংলিশদের যাত্রাটা সহজ ছিল না। অনেক কঠিন পথ পাড়ি দিতে হয়েছে তাদের। খেলার ধরণ পরিবর্তন করে নতুন করে সীমিত ওভারের ক্রিকেটের জন্য নিজেদের তৈরি করেছে ইংল্যান্ড।
ইংলিশ কাপ্তান মরগান বলেন, '২০১৫ বিশ্বকাপ থেকে যেভাবে বাদ পড়েছিলাম এরপর যদি আপনি আমাদের প্রস্তাব দিতেন পরের বিশ্বকাপের ফাইনাল খেলার তাহলে আমি সত্যি হেসে উড়িয়ে দিতাম।
পেছনে ফিরে তাকালে ২০১৫ সালে আমরা কোথায় ছিলাম আর রবিবার কোথায় আছি, সত্যি কল্পনার মতো। আমরা যে ধরণের ক্রিকেট খেলেছি, তাতে আমাদের প্রতি মানুষের প্রত্তাশা অনেক বেড়ে গিয়েছে।'
২০১৫ বিশ্বকাপের পর এই পরিবর্তনটা প্রয়োজন ছিল ইংল্যান্ডের বলে মনে করছেন মরগান। ওয়ানডে ফরম্যাটে নিজেদেরকে উচ্চতায় নিয়ে যেতে সর্বোচ্চ চেষ্টা করেছেন তাঁরা। এখন পর্যন্ত তারা অনেকখানি সফল হয়েছেন বলে মনে করছেন এই দলপতি।
তিনি বলেন, '২০১৫ সালে আমরা ছন্দে ছিলাম না। বড় দল ছাড়াও ছোট দলের বিপক্ষেও ভালো খেলিনি। তাই এই পরিবর্তনটা আমাদের প্রয়োজন ছিল, যেটা আসলেই অনেক বড় পরিসরে আমরা আনতে সক্ষম হয়েছি। আমরা পঞ্চাশ ওভারের ক্রিকেটে এটা বেশি বাস্তবায়ন করেছি। শেষ চার বছরে আমরা এটাই চেষ্টা করেছি।'