দুই সেঞ্চুরিতে বিসিবির রানের পাহাড়

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ভারতে চলমান ড. (ক্যাপ্টেন) কে. থিম্মাপ্পিয়া মেমোরিয়াল টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ভিদারভা ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিপক্ষে ৭ উইকেটে ৫০০ রান নিয়ে ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশ। প্রথম ইনিংসে দলের পক্ষে সেঞ্চুরি হাঁকিয়েছেন অধিনায়ক মমিনুল হক এবং ব্যাটসম্যান নাজমুল ইসলাম শান্ত।
দ্বিতীয় দিন ২ উইকেটে ৩০৩ রান নিয়ে ব্যাট করতে নামেন মমিনুল হক এবং ইয়াসির আলি চৌধুরী রাব্বি। আগের দিনের ১৫৭ রানের সঙ্গে মাত্র ১২ রান যোগ করেই ১৬৯ রানে সাজঘরে ফেরেন অধিনায়ক মমিনুল।

খানিক পর রাব্বি ৮ এবং সোহান ফেরেন ২ রান করে। সে সময় দলের হাল ধরেন নাজমুল ইসলাম শান্ত এবং আরিফুল হক। নিজেদের মধ্যে ১০৬ রানের জুটি গড়ার পাশাপাশি সেঞ্চুরি তুলে নেন শান্ত।
১১৮ রান করে দলীয় ৪৮০ রানে শান্ত বিদায় নেয়ার খানিক পর আরিফুল হক ফেরেন ৭৭ রানে। এরপরই ইনিংস ঘোষণা করে বিসিবি একাদশ। আগের দিন ৯৬ রান করে সাজঘরে ফিরেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান জহুরুল ইসলাম অমি।
ভিদারভার হয়ে ৭৯ রানের বিনিময়ে চারটি উইকেট নিয়েছেন দর্শন নালকাণ্ডে। জবাবে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ১৮ রান যোগ করেছে ভিদারবা। বর্তমানে বৃষ্টির কারণে খেলা বন্ধ রয়েছে।
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশঃ ৫০০/৭ (১৪৮ ওভার)
(মুমিনুল ১৬৯*, জহুরুল ৯৬, শান্ত ১১৮; নালকাণ্ডে ৪/৭৯)