বিশ্বকাপে আইপিএলের ফরম্যাট চান কোহলি!

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপের ফরম্যাট নিয়ে অসন্তুষ্ট ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ২০২৩ বিশ্বকাপে নকআউট পর্বে পরিবর্তন আনা প্রয়োজন বলে মনে করছেন তিনি।
পয়েন্ট টেবিলের এক নম্বর হিসেবে সেমিফাইনালে অংশ নিয়েছিল ভারত। কিন্তু চার নম্বরে থাকা নিউজিল্যান্ডের কাছে বুধবার পরাজিত হয়ে বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে গেছে তাদের।

তাই কোহলি মনে করছেন, টেবিলের শীর্ষ দুই দলের আরও সুযোগ থাকা উচিৎ। যেকারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) প্লে-অফ পর্বের নিয়ম বিশ্বকাপের মত আসরেও দেখতে চান তিনি।
বিশ্বকাপে আইপিএলের ফরম্যাট চান কিনা সাংবাদিকের এমন প্রশ্নের উত্তরে কোহলি বলেছেন, 'হয়তো, যদি পয়েন্ট তালিকার এক নম্বরে থাকার কোনো গুরুত্ব থাকে, তাহলে একটা যুক্তিসঙ্গত জায়গা আছে আমার কথার, তবে আমি জানি না কি বাস্তবায়ন হতে যাচ্ছে।'
আপনি পয়েন্ট তালিকার এক নম্বরে আছেন, এরপর অল্প সময়ের জন্য বাজে খেললেন এবং আপনি বাদ, এটা আপনাকে মেনে নিতে হচ্ছে। আগে কে কী করেছে সেটা ব্যাপার না, এটা একটা আনকোরা, নতুন দিন, আপনি যদি যথেষ্ট ভালো না হন, আপনাকে বাড়ি যেতে হবে, এটাই বাস্তবতা।'
আইপিএলের নিয়ম অনুযায়ী টেবিলের শীর্ষে থাকা দুই দল বাড়তি একটি সুযোগ পায় ফাইনাল খেলার জন্য। তাই সামনের বিশ্বকাপে এমন ফরম্যাট থাকলে সবদলের জন্য সুবিধা হবে বলে মনে করছেন কোহলি।