এক সিরিজের কোচ হতে চান না সুজন

ছবি: ছবিঃ সংগৃহীত

।। ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ।।
শুধুমাত্র একটি সিরিজের জন্য বাংলাদেশ দলের কোচ হতে চান না বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক এবং বর্তমান ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। বিষয়টি তাঁর জন্য ঠিক হবে না বলে মনে করছেন তিনি।
এর আগে ২০১৮ সালে দেরাদুনে অনুষ্ঠিত আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দলের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করার অভিজ্ঞতা রয়েছে সুজনের। যদিও সিরিজটিতে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ।

সেই সিরিজের পর প্রধান কোচের দায়িত্ব দেয়া হয় স্টিভ রোডসকে। কিন্তু গত সোমবার রোডসের সঙ্গে চুক্তি বাতিল করেছে বিসিবি। আসন্ন শ্রীলঙ্কা সফরে সুজনকে করা হতে পারে অন্তর্বর্তীকালীন কোচ, এমন গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও অন্তর্বর্তীকালীন কোচ হতে বিশেষ আগ্রহ নেই বাংলাদেশের সাবেক এই ওলরাউন্ডারের।
তিনি বলেন, ‘আমারও চিন্তার বিষয়। বারবার এক সিরিজের জন্য অন্তর্বর্তীকালীন দায়িত্ব নিতে চাই না। সেটা আমার জন্য ঠিক হবে না।’
কোচ হিসেবে ঘরোয়া ক্রিকেটে অনেক খ্যাতি রয়েছে সুজনের। ২০১৪ সালে তাঁর অধীনে ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপা ঘরে তোলে প্রাইম ব্যাংক।
এরপর ২০১৫-১৬, ২০১৭-১৮ এবং ২০১৯-২০ মৌসুমে আবাহনী লিমিটেডকে শিরোপা এনে দেয়ার পেছনে বড় অবদান ছিল তাঁর। টানা চার মৌসুম ধরে ক্লাবটির কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
এ ছাড়া ২০১৬ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ডাইনামাইটসের কোচ হিসেবে শিরোপা জেতেন সুজন। বিপিএলের গেল দুই আসরে তাঁর অধীনে ফাইনাল খেলেছে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস।