আইসিসির সিদ্ধান্তের অপেক্ষায় বিসিবি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
চলতি বছরের আগস্ট-সেপ্টেম্বরের দিকে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে আফগানিস্তান ক্রিকেট দলের। টেস্টের পর বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে খেলবে তারা।
এই ওয়ানডে সিরিজে বাংলাদেশ এবং আফগানিস্তানের সঙ্গে যোগ হতে পারে জিম্বাবুয়েও। যদিও এখনও জিম্বাবুয়ে দলের অংশগ্রহণের ব্যাপারে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানিয়েছেন, আইসিসির সিদ্ধান্তের অপেক্ষায় আছেন তাঁরা।
তিনি বলেন, ‘সিরিজটি নির্ভর করছে আইসিসি কী ধরনের সিদ্ধান্ত নেয়। তারপরও এফটিপির একটা কমিটমেন্ট থাকে, সেই অনুযায়ীই সূচিটা করা হয়ে থাকে।
সেই অনুযায়ী আপনারা জানেন যে আফগানিস্তান আমাদের দেশে আসবে এবং টেস্ট ম্যাচ খেলবে। সেই সঙ্গে জিম্বাবুয়েকে নিয়ে একটা ত্রিদেশীয় সিরিজ করার পরিকল্পনা আছে।’
এই সিরিজটির আগে বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট খেলবে আফগানিস্তান। এর আগে শ্রীলঙ্কার মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে যাওয়ার কথা বাংলাদেশ দলের। চলতি মাসের শেষ সপ্তাহে সিরিজটি অনুষ্ঠিত হতে পারে।