বাংলাদেশকে সবচেয়ে বেশি সমর্থন দিয়েছে পাকিস্তানঃ শোয়েব

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতারের দাবি, বাংলাদেশের ক্রিকেটকে সবচেয়ে বেশি সমর্থন দিয়েছে পাকিস্তান। শুক্রবার বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের জয়ের পর এমন মন্তব্য করেছেন তিনি।
শুক্রবার বাংলাদেশের বিপক্ষে বড় ব্যবধানে জয় পেলেই বিশ্বকাপের সেমিফাইনালে খেলার সুযোগ থাকতো পাকিস্তানের। কিন্তু শেষ পর্যন্ত মাশরাফিবাহিনীর বিপক্ষে ৩১৫ রানের পুঁজি পেয়েছিল সরফরাজ আহমেদের দল।

শোয়েব মনে করছেন, পাকিস্তান চাইলে ৩৫০'র মত স্কোর করতে পারত। কিন্তু দ্রুত খেলতে গিয়ে যদি তারা ২৫০'র মধ্যে গুঁটিয়ে যেত তাহলে কেউই এটা পছন্দ করত না এবং বাংলাদেশ সহজেই জিতে যেত।
বিশ্বকাপে বাংলাদেশ দলকে তাদের পারফর্মেন্সের জন্য প্রশংসায় ভাসান সাবেক এই ফাস্ট বোলার। সবাই সাকিব-তামিমদের ভালোবাসেন বলেও জানান তিনি। শোয়েব বলেন, 'পাকিস্তান চাইলে ৩৫০ করতে পারতো।
কিন্তু তাঁরা যদি দ্রুত খেলতে গিয়ে ২০০-২৫০'র মধ্যে অল আউট হয়ে যেত আর বাংলাদেশ সেই রান সহজেই তাড়া করতে ফেলতো। আপনাদের কি সেটা ভালো লাগত? আমাদের মধ্যে কেউই এটা দেখতে চাইবে না যে বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে দিয়েছে।
যদিও বাংলাদেশ খুবই ভালো দল। আমরা সবাই বাংলাদেশকে ভালোবাসি, সমর্থন করি। বাংলাদেশের ক্রিকেটকে পাকিস্তান যেভাবে সমর্থন দিয়েছে, সেভাবে হয়তো আর কেউ করেনি।'