দ্রুত উইকেট হারিয়ে বিপদে বিকেএসপি

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
চলতি ঢাকা প্রিমিয়ার লীগে (ডিপিএল) ফতুল্লায় বিকেসপিকে মাঝারি লক্ষ্য ছুঁড়ে দিয়েছে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। এদিন প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে রবিউল ইসলাম রবির ফিফটির উপর ভর করে ২১২ রানের পুঁজি পায় খেলাঘর। জবাবে ব্যাট করছে বিকেএসপি।
দ্রুত উইকেট হারিয়ে বিপদে বিকেএসপিঃ
মাঝারি লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে বিকেএসপি। দলীয় ৪০ রানের মধ্যেই তারা শীর্ষ ৩ ব্যাটসম্যানকে হারায়। মাহিদুল হাসান জয় মাত্র ১ রান করে আউট হয়েছেন। তাকে রবিউল ইসলাম রবি লেগ বিফোরের ফাঁদে ফেলেছেন।
৯ রান করে ফিরেছেন আমিনুল ইসলাম। তাকে আউট করেছেন রবিউল হক। রাতুল খান দারুণ শুরু করলেও ১৯ রান করে তিনিও আউট হয়ে যান রবির বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে। চতুর্থ উইকেটে দলের হাল ধরেছেন শামিম হোসেন ও আকবর আলী।
প্রথম ইনিংস বিবরণঃ

টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয় নি খেলাঘরের। স্কোরবোর্ডে ১৩ রান যোগ করতেই ওপেনার সাদিকুর রহমানকে ৮ রানে বিদায় করেন শামিম হোসেন। দ্বিতীয় উইকেট জুটিতে দলের হাল ধরেন ওপেনার রবিউল ইসলাম এবং মাহিদুল ইসলাম অঙ্কন।
দুজন মিলে এই জুটিতে যোগ করেন ১২০ রান। ব্যক্তিগত ৪৯ রানে থাকা অবস্থায় হাসান মুরাদের বলে লেগ বিফরের ফাঁদে পড়েন এই উইকেট রক্ষক। ফিফটি তুলে নেয়া ওপেনার রবি বিদায় নেন ৭৫ রানে।
এই দুজনের বিদায়ে ম্যাচের নিয়ন্ত্রন হারিয়ে বসে খেলাঘর। মিডেল অর্ডার ব্যাটসম্যানরা দাঁড়াতেই পারেন নি দলের পক্ষে। ১৯৭ রানের মধ্যে ৭ ব্যাটসম্যানকে হারিয়ে অল আউটের শঙ্কা দেখা দেয় খেলাঘর শিবিরে।
শেষের দিকে রবিউল ইসলামের ১৯ এবং মাসুম খানের ১০ রানের উপর ভর করে ২১২ রানের পুঁজি পায় খেলাঘর। হাসান মুরাদ দলের পক্ষে নেন সর্বোচ্চ ৩টি উইকেট।
সংক্ষিপ্ত স্কোরঃ
খেলাঘরঃ ২১২/৮ (৫০ ওভার)
(রবি ৭৫), (মুরাদ ৩/৩৩)
বিকেএসপিঃ ৬৪/৩ (২০ ওভার)
(শামিম ২৩*, আকবর ৯*)