মিজানুরের অর্ধশতকে ব্রাদার্সের উড়ন্ত সূচনা

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||
 
সাভারে চলতি ঢাকা প্রিমিয়ার লীগে (ডিপিএল) ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে লড়াই করার মত পুঁজি পেয়েছে উত্তরা স্পর্টিং ক্লাব। দুই ওপেনার তানজিদ হাসান এবং আনিসুল ইসলাম ইমনের ফিফটিতে নির্ধারিত ৫০ ওভারে ২৬৪ রানের পুঁজি পায় দলটি। জবাবে ব্যাট করছে ব্রাদার্স ইউনিয়ন।


মিজানুর জুনায়েদের ব্যাটে দারুণ শুরু ব্রাদার্সেরঃ


ওপেনিংয়ে নেমে জুনায়েদ সিদ্দিকিকে নিয়ে দারুণ এক জুটি গড়েন মিজানুর রহমান। এই জুটি গড়ার পথে মাত্র ৫৩ বলে দারুণ এক অর্ধশতক তুলে নিয়েছেন তিনি। এই দুজনের জুটি এখন অক্ষত আছে ৯৮ রানে।


প্রথম ইনিংস বিবরণঃ


এদিন ব্যাট করতে নেমে দুই ওপেনার তানজিদ হাসান এবং আনিসুল ইসলাম ইমনের ব্যাটে উড়ন্ত সূচনা পায় উত্তরা। দুই ওপেনার মিলে দলকে ১০০ রানের পুঁজি এনে দেন। 


promotional_ad

ফিফটি হাঁকিয়ে ব্যক্তিগত ৫৮ রানে ইমন বিদায় নিলেও স্কোরবোর্ডে রান যোগ করতে থাকেন আরেক ওপেনার তানজিদ হাসান। তিনিও দেখা পান ফিফটির।


দলীয় ১৫৬ রানে জনি তালুকদার ফিরলে খানিক পর ৭৫ রানে উইকেট ছুঁড়ে দেন ওপেনার তানজিদ। তানজিদ বিদায় নেয়ার পর নীচের সারির ব্যাটসম্যানদের ছোট ছোট পুঁজিতে ২৬৪ রানের লক্ষ্য পায় উত্তরা।


শেষের দিকে রাজা আলি দার দলের পক্ষে যোগ করেন ১৯ রান। ব্রাদার্সের পক্ষে চিরাগ জানি এবং শরিফুল্লাহ নেন ২টি করে উইকেট। 


সংক্ষিপ্ত স্কোরঃ 


উত্তরাঃ ২৬৪/৮ (৫০ ওভার)


(তানজিদ ৭৫, শরিফুল্লাহ ২/৪৪) 


ব্রাদার্স ইউনিয়নঃ ৯৮/০ (১৭ ওভার)


(মিজানুর ৬৫*, জুনায়েদ ৩৩*)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball