সাদমানকে ফিরিয়ে জুটি ভাঙ্গলেন গ্র্যান্ডহোম

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশঃ ৮২/১ (২২ ওভার) (তামিম-৪৮*, মমিনুল-১*; বোল্ট- ০/৩০, গ্র্যান্ডহোম-১/১৪)
জুটি ভাঙ্গলেন গ্র্যান্ডহোমঃ তামিম এবং সাদমানের ৭৫ রানের জুটিটি অবশেষে ভাঙ্গতে সক্ষম হয়েছেন কিউই পেসার কলিন ডি গ্র্যান্ডহোম। ইনিংসের ২১তম ওভারের চতুর্থ বলটি সাদমানের ব্যাটের কানায় লাগলে প্রথম স্লিপে ফিল্ডিংরত রস টেইলর তা লুফে নেন। এর ফলে ২৭ রান নিয়ে সাজঘরে ফিরতে হয় এই ওপেনারকে।

জুটির হাফসেঞ্চুরিতে তামিম, সাদমানঃ কিউইদের বিপক্ষে দারুণ ব্যাটিং করছেন দুই টাইগার ওপেনার তামিম ইকবাল এবং সাদমান ইসলাম। দারুণ খেলে ৫০ রানের বেশি জুটি গড়েন তাঁরা।
৪ এর বেশি রান রেট বাংলাদেশেরঃ শুরুতে কিছুটা দেখে শুনে খেললেও ধীরে ধীরে আক্রমণাত্মক ব্যাটিং করা শুরু করেছেন টাইগার ওপেনার তামিম ইকবাল। ট্রেন্ট বোল্টের করা পঞ্চম ওভারের দ্বিতীয় এবং তৃতীয় বলে টানা দুটি চার হাঁকান তিনি।
দেখে শুনে খেলছে বাংলাদেশঃ নিউজিল্যান্ডের বিপক্ষে বেসিন রিজার্ভে ব্যাটিং করতে নেমে দুই ওপেনার তামিম ইকবাল এবং সাদমান ইসলাম অনেকটা দেখে শুনে খেলছেন। কিউই পেসার ট্রেন্ট বোল্টের প্রথম ওভারের দ্বিতীয় বলটি কাভার ড্রাইভ করে সীমানা ছাড়া করার মাধ্যমে রানের খাতা খুলেছিলেন তামিম। এরপরই অবশ্য দেখেশুনে খেলার দিকে গুরুত্ব দেন তিনি।
উল্লেখ্য স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্টে দুটি পরিবর্তন নিয়ে খেলতে নেমেছে সফরকারী বাংলাদেশ। বেসিন রিজার্ভে অনুষ্ঠিত এই ম্যাচে টাইগারদের একাদশে মেহেদি হাসান মিরাজের পরিবর্তে তাইজুল ইসলামের অন্তর্ভুক্তি ঘটেছে।
অপরদিকে খালেদ আহমেদের বদলী হিসেবে দলে এসেছে মুস্তাফিজুর রহমান। তবে পুরোপুরি সুস্থ না হওয়ার কারণে এই টেস্টেও খেলা হচ্ছে না মুশফুকির রহিমের। এছাড়াও কিউইদের একাদশে এসেছে একটি পরিবর্তন। প্রথম টেস্টে খেলা টড অ্যাস্টেলের পরিবর্তে এই ম্যাচে আছেন ম্যাট হেনরি।