promotional_ad

পিসিবির তীব্র সমালোচনায় ওয়াসিম আকরাম

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বর্ণবিদ্বেষী মন্তব্য করে নিষিদ্ধ হওয়া পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদকে দেশে ফিরিয়ে এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দেশের ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক অধিয়ানায়ক ওয়াসিম আকরাম।


ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে প্রোটিয়া অলরাউন্ডার আন্দাইল ফেহলুকায়োকে 'কালো' বলে সম্বোধন করেছিলেন সরফরাজ। যা পরবর্তীতে বিশাল আকার ধারণ করে এবং বিশ্বে এ নিয়ে সমালোচনা শুরু হয়। সরফরাজের এই মন্তব্য নিয়ে পাকিস্তানিরাই বেশি মাতামাতি করেছে। যদিও এর জন্য ক্ষমাও চেয়েছেন সরফরাজ এবং দক্ষিণ আফ্রিকাও তাঁকে ক্ষমা করে দিয়েছে।



promotional_ad

কিন্তু আইসিসি শেষ পর্যন্ত চার ম্যাচের জন্য পাকিস্তানি অধিনায়ককে নিষিদ্ধ করে। আগামী ৬ ফেব্রুয়ারি টি-টুয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি খেলতে পারবেন সরফরাজ। তাঁকে সেই সুযোগ না দিয়ে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত পাকিস্তান বোর্ডের ভুল ছিল।


'দক্ষিণ আফ্রিকা থেকে তাকে (সরফরাজ) ফিরিয়ে আনাটা ভুল সিদ্ধান্ত, যেখানে সে ৬ ফেব্রুয়ারি শেষ টি-টোয়েন্টি ম্যাচটি খেলতে পারতো। সরফরাজ যা করেছে তা ভুল। তবে অন্য যে কারও চেয়ে পাকিস্তানিরাই এটি নিয়ে বেশি মাতামাতি করেছে এবং এটাকে একটা ইস্যু বানিয়েছে,’ বলেছেন ওয়াসিম আকরাম।


সরফরাজের এমন মন্তব্য হুমকির মুখে ঠেলে দিয়েছে তাঁর অধিনায়কত্বকে। তবে বিশ্বকাপের আগে নতুন অধিনায়কের অধীনে দল গোছানো অনেক বড় বকামির সামিল, ওয়াসিম আকরামের নজরে।



তার ভাষায়, 'বিশ্বকাপের আগে অধিনায়ক পরিবর্তনের কোনো দরকারই নেই। আমাদের দীর্ঘমেয়াদী অধিনায়ক দরকার, স্বল্পমেয়াদী নয়। শোয়েব মালিক এখন দলকে নেতৃত্ব দিচ্ছে এবং ভালো করছে। কিন্তু সে বলে দিয়েছে বিশ্বকাপের পর ওয়ানডে থেকে অবসর নেবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball