বিগ ব্যাশ ছেড়ে বিপিএলে!

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিগ ব্যাশ ছেড়ে বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) অংশ নিতে আসছেন নেপালের লেগ স্পিনার সন্দিপ লামিচানে। মঙ্গলবার বিগ ব্যাশের মেলবোর্ন ডার্বি ম্যাচ শেষেই বাংলাদেশের উদ্দেশ্য রওনা দিবেন তিনি।
বিগ ব্যাশের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার আগেই তাঁর সঙ্গে চুক্তি করেছিল বিপিএল ফ্র্যাঞ্চাইজি সিলেট সিক্সার্স। চুক্তি অনুসারে বিপিএলের পুরো মৌসুমেই দলের সঙ্গে থাকবেন এই নেপালি লেগ স্পিনার।

'বিগ ব্যাশের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার আগেই আমি বিপিএলের দল সিলেট সিক্সার্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলাম পুরো আসরের জন্য,' সোমবার বলেছিলেন তরুণ লেগ স্পিনার লামিচানে।
এখন পর্যন্ত বিগ ব্যাশে ৭ উইকেট নিয়েছেন মাত্র ৬.৫০ ইকোনমি রেটে। যদিও বিপিএল শেষে আবারও বিগ ব্যাশের উদ্দেশ্যে উড়াল দিবেন তিনি। কারণ বিপিএলের পর্দা নামবে ৮ই ফেবরুয়ারি এবং বিগ ব্যাশ লিগটি চলবে ফেব্রুয়ারির ১৭ তারিখ পর্যন্ত।
তাই বিগ ব্যাশের গ্রুপ পর্বের তিনটি ম্যাচ সহ সেমি-ফাইনাল এবং ফাইনালে লামিচানেকে পাচ্ছে মেলবোর্ন স্টার্স। লামিচানের বদলি হিসেবে এই সময়ে স্টার্সের হয়ে খেলবেন ইংল্যান্ডের পেসার লিয়াম প্লাংকেট।
২০১৯ সালে জানুয়ারি মাসের ৫ তারিখ পর্দা উঠবে বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) ষষ্ঠ আসরের। ৬ তারিখ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে আসরে প্রথম ম্যাচ খেলতে নামবে সিলেট।
সিলেট সিক্সার্স স্কোয়াডঃ নাসির হোসেন, সাব্বির রহমান, লিটন দাস, আফিফ হোসেন, আল-আমিন সিনিয়র, তৌহিদ হৃদয়, তাসকিন আহমেদ, নাবিল সামাদ, এবাদত হোসেন চৌধুরী, অলক কাপালি, জাবির আলী ও মেহেদি হাসান রানা, ডেভিড ওয়ার্নার, সোহেল তানভির, সন্দিপ লামিচানে, ফ্যাবিয়ান অ্যালেন, মোহাম্মদ ইরফান, গুলবাদিন নাইব, আন্দ্রে ফ্লেচার, প্যাট ব্রাউন, নিকোলাস পুরান, ইমরান তাহির।