promotional_ad

টি-টুয়েন্টির বর্ষসেরা একাদশে তিন বাংলাদেশি

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


২০১৮ সালের টি-টুয়েন্টি পারফর্মেন্সের ভিত্তিতে সেরা একাদশ গঠন করেছে ক্রিকফ্রেঞ্জি। নিদাহাস ট্রফি চ্যাম্পিয়ন ভারতকে নেতৃত্ব দেয়া রোহিত শর্মাকে অধিনায়ক করে দল সাজানো হয়েছে। একাদশে তিন বাংলাদেশি, তিন ভারতীয়, তিনজন অস্ট্রেলিয়া ও একজন করে আফগানিস্তান ও পাকিস্তানের ক্রিকেটার রয়েছে।


পাঠকদের সুবিধার্থে একাদশটি তুলে ধরা হল...


১। রোহিত শর্মা (অধিনায়ক): এবছর টি-টুয়েন্টিতে ব্যাট হাতে রাজত্ব করেছেন ভারতের ওপেনার রোহিত শর্মা। দেশের জার্সিতে ১৮ ম্যাচে মোট রান করেছেন ৬৮৯। ৬টি অর্ধশতক হাঁকানো এই ওপেনার এবছর রান করেছেন ৪০.৫২ গড়ে এবং ১৪৭.২২ স্ট্রাইক রেটে। তাঁর ব্যক্তিগত সর্বোচ্চ রান ৯২। এছাড়া একাদশের অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করবেন রোহিত। চলতি বছর শ্রীলংকার মাটিতে তাঁর নেতৃত্বেই নিদাহাস ট্রফির শিরোপা জিতেছিল ভারত।


২। শেখর ধাওয়ানঃ ওপেনিংয়ে রোহিতের যোগ্য সঙ্গী হিসেবে হিসেবে একাদশে জায়গা করে নিয়েছেন শেখর ধাওয়ান। রোহিত-ধাওয়ানের জুটি বর্তমান সময়ের অন্যতম সফল এবং ভয়ঙ্কর জুটি। রোহিতের চেয়ে এক ম্যাচ বেশি খেলা ধাওয়ান এবছর ১৪৭.৫০ স্ট্রাইক রেটে, ৩৬.৮৭ গড়ে রান করেছেন ৫৯০। এই ফরম্যাটে চলতি বছর দুটি শতক হাঁকানো ধাওয়ান তিনটি অর্ধশতকও হাঁকিয়েছেন। তাঁর সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ১১১।


promotional_ad

৩। বাবর আজমঃ ২০১৮ সালে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন পাকিস্তানের বাবর আজম। মাত্র ১২ ম্যাচে ১২৫.১ স্ট্রাইক রেটে ৬২.৫৫ গড়ে ডানহাতি এই ব্যাটসম্যান রান করেছেন ৫৬৩। যেখানে ৬টি ফিফটি রয়েছে তাঁর আর সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ৯৭। 
 
৪। মুশফিকুর রহিম (উইকেট রক্ষক): এবছর টি-টুয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের অন্যতম সফল ব্যাটসম্যান মুশফিকুর রহিম। উইকেট রক্ষকদের মধ্যেও মুশফিকের পারফর্মেন্স নজরে আসার মত। ১৬ ম্যাচে ৩০.৫৩ গড়ে দুটি অর্ধশতক হাঁকিয়ে ডানহাতি এই ব্যাটসম্যান মোট রান করেছেন ৩৯৭। যেখানে ১৩২.৩৩ স্ট্রাইকরেটে রান করেছেন তিনি। নিদাহাস ট্রফিতে তাঁর ব্যাটে ভর করেই ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।


৫। সাকিব আল হাসানঃ একাদশে পাঁচ নম্বর পজিশনটি নিজের করে নিয়েছেন বাংলাদেশের টি-টুয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। মোট ১১ ম্যাচে ১৩২.৬২ স্ট্রাইকরেট ও ২৪.৮০ গড়ে ২৪৮ রান এসেছে সাকিবের ব্যাট থেকে। ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও কার্যকারী ছিলেন সাকিব। ১১ ম্যাচে ৬.৬৫ ইকোনমি রেটে বাঁহাতি এই স্পিনারের শিকার ১৫ উইকেট। উইন্ডিজদের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টুয়েন্টি সিরিজে বল হাতে শিকার করেছেন ক্যারিয়ার সেরা বোলিং ফিগার। ২০ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট।


৬। গ্লেন ম্যাক্সওয়েলঃ একাদশে ফিনিশারের ভূমিকা পালন করবেন অস্ট্রেলিয়ার বিধ্বংসী ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল। এবছর ১৯ ম্যাচে ১৪৩.৭৫ স্ট্রাইকরেটে ৩৬.১৪ গড়ে ৫০৬ রান করেছেন ম্যাক্সওয়েল। যেখানে ২টি অর্ধশতক এবং ১টি শতক রয়েছে তাঁর নামের পাশে। তাঁর সর্বোচ্চ ব্যক্তিগত রান ১০৩। ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও ভূমিকা রাখতে সক্ষম এই অজি। ১৯ ম্যাচে ৭.৫৮ ইকোনমি রেটে উইকেট নিয়েছেন ৯টি।


৭। মাহমুদুল্লাহ রিয়াদঃ টি-টুয়েন্টি ফরম্যাটে এবছর বাংলাদেশের সবচেয়ে সফল ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ। ব্যাট হাতে ৩৪.৫০ গড়ে ১৩৮ স্ট্রাইকরেটে রিয়াদ করেছেন ৪১৪ রান। বল হাতেও দেশের জার্সিতে সফল ছিলেন তিনি। ৭.৩০ ইকোনমি রেটে রিয়াদের মোট শিকার ৯ উইকেট। এছাড়া সম্প্রতি টি-টুয়েন্টি অলরাউন্ডারদের তালিকায় তৃতীয়তে উঠে এসেছেন তিনি।


৮। রশিদ খানঃ এই ফরম্যাটের সবচেয়ে সফল স্পিনার আফগানিস্তানের রশিদ খান। মাত্র ৮ ম্যাচ খেলে ৬.৩৬ ইকোনমি রেটে মোট ২২ উইকেট নিয়েছেন এই স্পিনার। প্রতিপক্ষের ব্যাটসম্যানদের মাথা ব্যথার অন্যতম কারণ রশিদ ব্যাট হাতেও ক্যামিও ইনিংস খেলতে সক্ষম। তাই একাদশে অন্যতম সদস্য এই আফগান। বল হাতে তাঁর সেরা ফিগার ১২ রান দিয়ে ৪ উইকেট।


৯। কুলদিপ যাদবঃ রশিদের চেয়ে এক ম্যাচ বেশি খেলা কুলদিপ উইকেট নিয়েছেন মোট ২১টি। মোট ৫.৯৭ ইকোনমি রেটে বোলিং করা এই চায়নাম্যান স্পিনার ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য। ইংল্যান্ডের মাটিতে ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরাও হয়েছিলেন তিনি। ২৪ রান দিয়ে ৫ উইকেট তাঁর সেরা ফিগার। 


১০। অ্যান্ড্রু টাইঃ ২০১৮ সালে ছোট ফরম্যাটে সবচেয়ে সফল বোলার অস্ট্রেলিয়ার পেসার অ্যান্ড্রু টাই। সবচেয়ে বেশী ৩১ উইকেট নিয়ে বছরের সর্বোচ্চ উইকেট শিকারি বোলার টাই। 


১১। বিলি স্ট্যানলেকঃ একাদশে আরেক পেসারও অজি। টাইয়ের সঙ্গে বল হাতে জুটি বাঁধবেন পেসার বিলি স্ট্যানলেক। ৭.৭৯ ইকোনমি রেটে ১৬ ম্যাচে ২৫ উইকেট শিকার করেছেন এই অজি। ৮ রান দিয়ে ৪ উইকেট তাঁর সেরা বোলিং ফিগার। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball