লো-স্কোরিং ম্যাচে জিতল সিডনি সিক্সার্স

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিগ ব্যাশের লো-স্কোরিং ম্যাচে মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছেড়েছে সিডনি সিক্সার্স। এদিন মেলবোর্নকে ৩৩ রানে হারিয়ে আসরে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিয়েছে মইসেস হেনরিকসের দল।
ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে পাওয়ার প্লে শেষ হওয়ার আগে ২৫ রানে ৩ ব্যাটসম্যানকে হারিয়ে বসে সিডনি। এরপর চতুর্থ উইকেট জুটিতে মইসেস হেনরিকস এবং জর্ডান সিল্ক মিলে দলের হাল ধরেন।
দুজনের ৩৮ রানের জুটি ভাঙ্গেন উইল্ডারমুথ। ২০ রানে ফেরেন অধিনায়ক হেনরিকস। উইকেট হারালেও ক্রিজে নামা ফিলিপকে সঙ্গে ন্নিয়ে রানের চাকা সচল রাখেন সিল্ক। ব্যক্তিগত ২০ রানে নবির শিকার হয়ে ফিলিপ ফিরলেও রানের চাকা সচল রাখেন সিল্ক।
তবে দলীয় ১১৪ রানে সিল্ক রিচার্ডসনের বলে ফিরলেও শেষের দিকে স্যাম কুরানের ১৫ বলে ২৩ রানের উপর ভর করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩২ রানের পুঁজি পায় সিক্সার্স। মেলবোর্নের পক্ষে ২২ রান দিয়ে ৩ উইকেট নেন কেন রিচার্ডসন।

জবাবে ব্যাট করতে নেমে পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই দলীয় ৩২ রানে লুডম্যান এবং ক্যামেরন হোয়াইটকে সাজঘরে ফেরত পাঠান সিডনির দুই বোলার মানেতি এবং শেন অ্যাবট।
পাওয়ার প্লে শেষেই ইনিংসের খেই হারিয়ে ফেলে মেলবোর্ন। দলীয় ৫০ রান থেকে ৭৩ রানের মধ্যে আরও ৫ ব্যাটসম্যানকে হারিয়ে বসে মেলবোর্ন। এরপর আর ম্যাচে ফেরা হয়নি তাঁদের।
সিডনির বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ৯৯ রান স্কোরবোর্ডে তুলতে সক্ষম হয় টম কুপারের দল। টম কুরান সিডনির পক্ষে ১৮ রান দিয়ে নেন ৩ উইকেট।
সংক্ষিপ্ত স্কোরঃ
সিডনি সিক্সার্সঃ১৩২/৭ (২০ ওভার)
(জর্ডান সিল্ক ৩০, টম কুরান ২৩*) (কেন রিচার্ডসন ৩/২২)
মেলবোর্ন রেনেগেডসঃ ৯৯/৯ (২০ ওভার)
(হার্ভি ৩০, কুপার ১৩), (টম কুরান ৩/১৮)