promotional_ad

ক্রাইস্টচার্চে জয়ের সুবাস পাচ্ছে নিউজিল্যান্ড

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ক্রাইস্টচার্চ টেস্টের চতুর্থ দিন শেষে জয়ের সুবাস পাচ্ছে স্বাগতিক নিউজিল্যান্ড। শেষ দিন জয়ের জন্য সফরকারী শ্রীলংকার প্রয়োজন আরও ৪২৯ রান। সিরিজের ১-০ তে এগিয়ে যেতে স্বাগতিকদের দরকার মাত্র ৪ উইকেট। ৬ উইকেটে ২৩১ রান নিয়ে দিন শেষ করেছে শ্রীলংকা।


চতুর্থ দিন ২ উইকেটে ২৪ রান নিয়ে দিন শুরু করা শ্রীলংকা চতুর্থ দিন প্রথম সেশনে দীনেশ চান্দিমাল এবং কুশল মেন্ডিস মিলে যোগ করেন মাত্র ৬৫ রান। মন্থর ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের বোলারদের ভালোই ভুগিয়েছেন এই দুজন।


লাঞ্চের পর ব্যাট করতে নেমে দুজনই তুলে নেন ফিফটি। সঙ্গে নিজেদের মধ্যে ১০০ রানের জুটিও গড়েন তাঁরা। কিন্তু এই দুজনের জুটি ভাঙ্গেন নিল ওয়েগনার। ৬৭ রানে কুশল মেন্ডিসকে বিদায় করার খানিকপর দুর্দান্ত এক বাউন্সারে চান্দিমালকেও সাজঘরের পথ দেখান এই কিউই। 


অবশ্য চান্দিমাল ফিরে যাওয়ার আগে আরেকটি ধাক্কা খায় শ্রীলংকা। দলীয় ১৫৫ রানে ২২ রান করা অ্যাঞ্জেলো ম্যাথিউস হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে প্যাভিলিয়নে ফিরে যান। এরপর আর ব্যাট করতে নামেন নি তিনি। দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাট করতে পারবেন কিনা সেটা নিশ্চিত ভাবে বলা যাচ্ছেনা। 


promotional_ad

চার উইকেট হারিয়ে বসা শ্রীলংকাকে আরও বিপদে ফেলেন টিম সাউদি। ডিকওয়েলাকে ফিরিয়ে নিউজিল্যান্ডের জয়ের পথটা আরও সহজ করে দেন তিনি। রোশেন সিলভাকে নিজের তৃতীয় উইকেট হিসেবে তুলে নিয়ে চতুর্থ দিনই ম্যাচে জয় তুলে নেয়ার চেষ্টায় লড়তে থাকে কেন উইলিয়ামসনের দল।


কিন্তু শেষ বেলায় সুরাঙ্গা লাকমাল এবং দিলরুয়ান পেরেরার প্রতিরোধে আর কোন উইকেট না হারিয়ে ৬ উইকেটে ২৩১ রান নিয়ে দিন শেষ করে শ্রীলংকা। পেরেরা ২২ এবং লাকমাল ১৬ রান নিয়ে শেষ দিন ব্যাট করতে নামবেন। নিউজিল্যান্ডের পক্ষে নিল ওয়েগনার ৪৭ রান দিইয়ে নিয়েছেন ৩ উইকেট। 


এর আগে প্রথমদিন শ্রীলংকার পেসার সুরাঙ্গা লাকমালের বোলিং তোপে মাত্র ১৭৮ রানে অল আউট হয়েছিল নিউজিল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্টের বিধ্বংসী বোলিংয়ে নিজেদের প্রথম ইনিংসে ১০৪ রানে গুটিয়ে যায় সফরকারীরা।


জবাবে নিজেদের দ্বিতীয় ইনিনিংসে ব্যাট করতে নেমে রানের পাহাড় গড়ে নিউজিল্যান্ড। টম লাথামের ১৭৬, হেনরি নিকোলসের ১৬২ এবং কলিন ডি গ্র্যান্ডহোমের ৭১ রানের উপর ভর করে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ৫৮৫ রান নিয়ে ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। চতুর্থ ইনিংসে জয়ের জন্য শ্রীলংকাকে ৬৬০ রানের রেকর্ড লক্ষ্য দেয় কেন উইলিয়ামসনের দল।


সংক্ষিপ্ত স্কোরঃ 


নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ১৭৮/১০ 
(সাউদি- ৬৮, ওয়াটলিং- ৪৬; লাকমল- ৫/৫৪, কুমারা-৩/৪৯)


শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ১০৪/১০ ​
(ম্যাথিউস- ৩৩, সিলভা- ২১; বোল্ট- ৬/৩০, সাউদি- ৩/৩৫) 


নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংস: ৫৮৫/৪ (ডিক্লেয়ার) 
(লাথাম- ১৭৬, নিকলস- ১৬২*, রাভাল- ৭৪; কুমারা- ২/১৩৪) 


শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংস: ২৩১/৬ (লক্ষ্য ৬৬০ রান)
(লাকমাল-১৬*, পেরেরা ২২*; ওয়েগনার- ৩/৪৭)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball