promotional_ad

সেরা একাদশের বিবেচনায় ছিলেন তামিম, মুশফিক, মুস্তাফিজ

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ক্রিকেট ধারাভাষ্যকার হার্শা ভোগলে এবছরের ওয়ানডে সেরা একাদশ ঘোষণা করেছেন। যেখানে একমাত্র বাংলাদেশি হিসেবে জায়গা করে নিয়েছেন সাকিব আল হাসান। কিন্তু একাদশ নির্বাচনের সময় আরও তিন বাংলাদেশি তামিম ইকবাল, মুশফিকুর রহিম এবং মুস্তাফিজুর রহমানকেও বিবেচনায় রেখেছিলেন তিনি।


পারফর্মেন্সের বিচারে অথবা কম্বিনেশনের কারণে জায়গা হয়নি তাদের। হার্শার একাদশে ওপেনার হিসেবে আছেন রোহিত শর্মা এবং শিখর ধাওয়ান। তবে ধাওয়ানের জায়গায় বিবেচনায় ছিলেন জনি বেয়ারস্টো, জেসন রয় এবং তামিম ইকবাল। কিন্তু শেষ পর্যন্ত ধাওয়ানকেই বাকিদের থেকে এগিয়ে রেখে বেছে নেন তিনি। হার্শা বলেন,


'জেসন রয়, তামিম ইকবাল এবং জনি বেয়ারস্টোদের বছরটি দারুণ কেটেছে। তাদের সঙ্গে রোহিতের ওপেনার হিসেবে জায়গা পেতে টক্কর দিচ্ছিলেন শিখর ধাওয়ান। কিন্তু শেষ পর্যন্ত ধাওয়ানকেই বেছে নিচ্ছি। যদিও পরিসংখ্যানের বিচারে বেয়ারস্টোর থেকে অনেক পিছিয়ে ধাওয়ান। কিন্তু রোহিতের সঙ্গে দীর্ঘদিন ধরে ওপেন করে আসছেন তিনি। যেকারণে তাঁকে ওপেনিং পজিশনে রাখছি।'


promotional_ad

উইকেট রক্ষক হিসেবে জস বাটলারকে বেঁছে নিলেও এই পজিশনের জন্য হার্শার বিবেচনায় ছিলেন চলতি বছর বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান মুশফিকুর রহিম। কিন্তু বিধ্বংসী ব্যাটিং এবং শেষের দিকে ফিনিশারের ভুমিকা পালন করতে পারবেন বিধায় বাটলারকে একাদশে রেখেছেন তিনি। হার্শা বলেন,


'এবছর কিপারদের মধ্যে তিনজনের নাম বলতেই হয় যারা দারুন পারফর্ম করেছেন। উইন্ডিজদের শেই হোপ, বাংলাদেশের মুশফিকুর রহিম এবং ইংল্যান্ডের জশ বাটলার। মুশফিকের বছরটা দারুণ কাটলেও আমি এমন একজনকে চাচ্ছিলাম যে দলে ফিনিশার হিসেবে খেলতে পারবে। তাই আমার পছন্দ জশ বাটলারকে। সেই সঙ্গে তার স্ট্রাইক রেট ১১৫'র কাছাকাছি এবং ৫১ গড়ে রান করেছে সে।'


এছাড়া পেস বোলিং বিভাগে দুই পেসার বেছে নিয়েছেন হার্শা। যেখানে লড়াই করেছেন মোট তিনজন। ভারতের জাসপ্রিত বুমরাহর সঙ্গী হতে লুঙ্গি এনগিদি এবং কাগিসো রাবাদার সাথে অন্যতম দাবিদার ছিলেন মুস্তাফিজুর রহমান। পরিসংখ্যানের বিচারে ১৮ ম্যাচে ২৯ উইকেট নেয়া মুস্তাফিজের বোলিং গড় ২১.৭২ এবং ইকোনমি মাত্র ৪.২০। আর ৫.২৬ ইকোনমি রেটে ২৩.০৪ গড়ে ১৩ ম্যাচে ২৬ উইকেট নিয়েছেন লুঙ্গি। শেষ পর্যন্ত তিনি নিয়েছেন রাবাদাকে। হার্শা বলেন,


'মুস্তাফিজের বছরটা অনেক ভালো কেটেছে। কিন্তু আমি একজন প্রভাব বিস্তার করা বোলারকে খুঁজছি, যার জন্য মুস্তাফিজ এবং এনগিদির থেকে এগিয়ে আছেন রাবাদা। তাই বুমরাহ'র সঙ্গে জুটি বাঁধার জন্য আমি বেছে নিচ্ছে তাঁকেই। এবছর ১৪ ম্যাচে ২৬.১৭ গড়ে ৪.৮৫ ইকোনমি রেটে ২৩ উইকেট নিয়েছেন তিনি। 


হার্শার ২০১৮'র ওয়ানডে একাদশঃ 


রোহিত শর্মা, শিখর ধাওয়ান, ভিরাট কোহলি, জো রুট, জস বাটলার, সাকিব আল হাসান, থিসারা পেরেরা, রশিদ খান, কুলদিপ যাদব, কাগিসো রাবাদা, জাসপ্রিত বুমরাহ। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball