মেলবোর্নে ক্যাচ মিসের খেসারৎ দিচ্ছে অস্ট্রেলিয়া

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
মেলবোর্ন টেস্টের তৃতীয় দিন শেষে চাপে রয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। দিন শেষে ভারতের চেয়ে ৪৩৫ রানে পিছিয়ে আছে টিম পেইনের দল। কোন উইকেট না হারিয়ে ৮ রান স্কোরবোর্ডে তুলেছেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার অ্যারন ফিঞ্চ এবং মার্কাস হ্যারিস। ৭ উইকেটে ৪৪৩ রান নিয়ে দ্বিতীয় দিনের শেষ সেশনে ইনিংস ঘোষণা করেছিল ভারত। তবে ভারতের ব্যাটসম্যানদের বড় স্কোর গড়ার সুযোগ করে দিয়েছে অস্ট্রেলিয়া। পুরো ইনিংসে ভারতের ৩টি ক্যাচ লুফে নিতে ব্যর্থ হওয়ার পাশাপাশি বেশ কয়েকটি সুযোগ ক্যাচে পরিনিত করতে পারেন নি অস্ট্রেলিয়ার ফিল্ডাররা।
প্রথম দিনের শেষ বেলায় ৪৭ রানে মিচেল স্টার্কের বলে টিম পেইনের হাতে জীবন পাওয়া অধিনায়ক কোহলি সাজঘরে ফিরেছেন ৮২ রানে। অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লায়নের বলে ক্যাচ ছেড়েছেন প্যাট কামিন্স এবং পিটার সিডল। ব্যক্তিগত ১৫ রানে বদলি ফিল্ডার হিসেবে নামা পিটার সিডলের হাতে জীবন পাওয়া রোহিত শর্মা অপরাজিত ছিলেন ৬৩ রানে। আর ১৫ রানে কামিন্সের হাতে জীবন পাওয়া রিশাভ পান্ত সাজঘরে ফিরেছেন ৩৯ রানে। ফিল্ডারদের ব্যর্থতার দিনে অস্ট্রেলিয়ার বোলারদের চাপে রেখেছিল ভারতের ব্যাটসম্যানরা।
দ্বিতীয় দিন দারুণ ব্যাটিং করেছেন চেতেশ্বর পূজারা। আগের দিন ৬৮ রান নিয়ে দিন শেষ করা পূজারা অধিনায়ক কোহলির সঙ্গে জুটি গড়েছেন ১৭০ রানের। অস্ট্রেলিয়ার বোলারদের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করে পূজারা তুলে নেন চলতি সিরিজে নিজের দ্বিতীয় এবং ক্যারিয়ারের ১৭তম শতক।

আক্ষেপে পুড়তে হয়েছে অধিনায়ক কোহলিকে। দলীয় ২৯৩ রানে ব্যক্তিগত ৮২ রানে মিচেল স্টার্কের বলে বিদায় নিয়েছেন তিনি। খানিক পর ১০৬ রানে কামিন্সের বলে বওল্ড হয়ে বিদায় নেন পূজারাও। ২৯৯ রানে ৪ উইকেট হারালেও পঞ্চম উইকেট জুটিতে আজিঙ্কে রাহানের সঙ্গে জুটি গড়েন রোহিত শর্মা।
দুজন মিলে যোগ করেন ৬২ রান। লায়ন উইকেট দেয়ার আগে রাহানের ব্যাট থেকে আসে ৩৪ রান। এরপর পান্তের সঙ্গে জুটি গড়েন রোহিত। তুলে নেন ফিফটি। কিন্তু ৩৯ রানে স্টার্ককে উইকেট দিয়ে বসেন পান্ত। খানিক পর জাদেজাও দলীয় ৪৪৩ রানে ফেরেন হ্যাজেলউডের প্রথম শিকার হয়ে।
এরপরই শেষ বেলায় অস্ট্রেলিয়ার ওপেনারদের কঠিন পরীক্ষা নিতে ইনিংস ঘোষণা করেন অধিনায়ক ভিরাট কোহলি। ৬৩ রানে অপরাজিত থাকেন রোহিত শর্মা। অস্ট্রেলিয়ার পক্ষে প্যাট কামিন্স ৭২ রান দিয়ে নেন সর্বোচ্চ ৩টি উইকেট। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ভারতের বোলারদের বিপক্ষে দেখে শুনে ব্যাট করে কোন উইকেট না হারিয়ে ৮ রান নিয়ে দিন শেষ করে স্বাগতিকরা। অ্যারন ফিঞ্চ ৩ এবং মার্কাস হ্যারিস ৫ রানে অপরাজিত থেকে তৃতীয় দিন ব্যাট করতে নামবেন।
সংক্ষিপ্ত স্কোরঃ
ভারত প্রথম ইনিংসঃ ৪৪৩/৭ (১৬৯.৪ ওভার) (পূজারা ১০৬, কোহলি ৮২), (কামিন্স ৩/৭২)
অস্ট্রেলিয়া প্রথম ইনিংসঃ ৮/০ (৬ ওভার) (অ্যারন ফিঞ্চ ৩*, মার্কাস হ্যারিস ৫*)