promotional_ad

ইমরুলের হুমকি ক্রিস গেইল

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) এখন পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে মোট পাঁচটি আসর। পাঁচ আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যানদের মধ্যে সেরা পাঁচে নেই কোন বিদেশী ক্রিকেটার। তবে তালিকায় ছয় নম্বরে থাকা ক্রিস গেইল বড় হুমকি হয়ে আছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ওপেনার ইমরুল কায়েসের জন্য। 


তালিকার ছয় নম্বরে থাকা এই ক্যারিবিয়ান আর ১৪ রান করলেই ছাড়িয়ে যাবেন ইমরুল কায়েসকে। বিপিএলে সর্বোচ্চ সংখ্যক ৫টি শতকের মালিক এই হার্ডহিটার ২৬ ম্যাচে ১৭৩.৮১ স্ট্রাইক রেটে ১১৩৫ রানের মালিক। যেখানে তার ব্যাটিং গড় ৫১.৫৯ এবং সর্বোচ্চ স্কোর ১৪৬।


promotional_ad

গেইলের চেয়ে ১৪ রান বেশী করে পাঁচ নম্বরে আছেন ইমরুল। ৫৪ ম্যাচে ১১১.৯৯ গড়ে ৪ অর্ধশতকের মালিক এই বাঁহাতি ব্যাটসম্যানের মোট রান ১১৪৯। এই তালিকায় অবশ্য সবার উপরে আছেন খুলনা টাইটান্সের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।


মোট ৬৪ ম্যাচে ডানহাতি এই ব্যাটসম্যান ১৪০০ রান করেছেন। ১১৫.৬১ স্ট্রাইক রেটে ব্যাট করে এখন পর্যন্ত অর্ধশতক হাঁকিয়েছেন মোট ৭টি। সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ৬২। মাহমুদুল্লাহ রিয়াদের পরে আছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দলপতি তামিম ইকবাল।


৪৪ ম্যাচে ১২০.৭১ স্ট্রাইকরেটে ১৪টি অর্ধশতকের মালিক এই বাঁহাতি ওপেনার করেছেন মোট ১৩৫৮ রান। তামিমের চেয়ে এক রান কম নিয়ে তিনে আছেন আসন্ন আসরে চিটাগাং ভাইকিংসে যোগ দেয়া টাইগার উইকেট রক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম।


৫৮ ম্যাচে ১২৮.২৬ স্ট্রাইক রেটে ১৩৫৭ রানের মালিক মুশফিক। যেখানে মোট ৮টি ফিফটির মালিক তিনি। এই তালিকায় চার নম্বরে আছেন ঢাকা ডাইনামাইটসের অধিনায়ক সাকিব আল হাসান। ৬২ ম্যাচে ৩টি ফিফটি হাঁকিয়ে ১৩৪.১৭ স্ট্রাইকরেটে বিশ্বসেরা এই অলরাউন্ডারের মোট রান ১১৮২।


বিপিএলের সেরা পাঁচ রান সংগ্রহকারী ব্যাটসম্যানদের মধ্যে সবাই বাংলাদেশী। তবে আসন্ন আসরের শুরুতেই সেরা পাঁচে এক মাত্র বিদেশী হিসেবে জায়গা করে নিতে পারেন ক্যারিবিয়ান হার্ড হিটার ক্রিস গেইল। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball