promotional_ad

অস্ট্রেলিয়া সিরিজ দিয়ে ঘরের মাঠে ফিরবে ক্রিকেট

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ দিয়ে ঘরের মাঠে ক্রিকেট ফিরবে বাংলাদেশ দলের। আগামী বছর বিশ্বকাপের পর বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার (আইসিসি) ফিউচার ট্যুর প্রোগ্রাম থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গিয়েছে।


অক্টোবর মাসে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে অনুষ্ঠিত হবে ৩ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ। যদিও সফরে কোন টেস্ট এবং ওয়ানডে সিরিজ খেলবে না অজিরা। সদ্য উইন্ডিজদের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে হার দিয়ে বছর শেষ করেছে বাংলাদেশ দল।


আগামী বছর বিশ্বকাপের আগ পর্যন্ত ঘরের মাঠে কোন সিরিজ নেই টাইগারদের। যদিও বছরের শুরুতে নিউজিল্যান্ডের মাটিতে খেলতে যাবে সাকিবর-তামিমরা সেখানে ৩টি ওয়ানডে এবং ৩টি টেস্ট খেলবে টাইগাররা। 


promotional_ad

এরপরের দুই মাস কোন সিরিজ নেই বাংলাদেশ দলের। মে মাসে আয়ারল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলতে যাবে বাংলাদেশ দল। যেখানে আয়ারল্যান্ড এবং উইন্ডিজদের নিয়ে ৭ ম্যাচের ওয়ানডে সিরিজে লড়বে মাশরাফিরা।


ত্রিদেশীয় সিরিজটি মূলত ইংল্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে খেলতে যাবে বাংলাদেশ দল। এই সিরিজের পরই ইংল্যান্ড বিশ্বকাপের উদ্দেশ্যে দেশ ছাড়বে মাশরাফি বিন মর্তুজার দল। আর বিশ্বকাপের পরই আসবে অস্ট্রেলিয়া।


অস্ট্রেলিয়ার পর বাংলাদেশ সফরে আসবে আফগানিস্তান। অক্টোবরেই অনুষ্ঠিত হবে দ্বিপাক্ষিক সিরিজটি। বাংলাদেশ সফরে কোন ওয়ানডে না খেললেও ১টি টেস্ট এবং ২টি টি-টুয়েন্টি সিরিজ খেলবে আফগানরা। এই সিরিজের পর আবার ভারতের মাটিতে খেলতে যাবে বাংলাদেশ দল।


ভারতের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে ২টি টেস্ট এবং ৩টি টি-টুয়েন্টি ম্যাচে লড়বে সাকিব আল হাসানের দল। সিরিজটি অনুষ্ঠিত হবে আগামী বছরের নভেম্বরে। 


ভারত সফরের পর শ্রীলংকার মাটিতে খেলতে যাবে টাইগাররা। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে লঙ্কানদের বিপক্ষে লড়বে বাংলাদেশ দল। এরপর নতুন বছরের শুরুতে ২০২০ সালে পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের।


যদিও সিরিজের ভেন্যু এখনও নির্ধারিত হয়নি। পাকিস্তান অথবা দুবাইয়ের মাটিতে অনুষ্ঠিত হতে পারে দ্বিপাক্ষিক সিরিজটি। এরপর ২০২০ সালের ফেবরুয়ারিতে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball