promotional_ad

উইন্ডিজদের আকাশ থেকে মাটিতে নামিয়ে আনলো বাংলাদেশ

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


স্পিনার মাহমুদুল্লাহ রিয়াদের দুর্দান্ত বোলিংয়ে শুরু থেকে ঝড় তোলা উইন্ডিজদের দুইশ'র নিচে আটকাতে সক্ষম হয়েছে বাংলাদেশ। শেষ পর্যন্ত মিরপুরে ১৯.২ ওভার ব্যাটিং করে সব উইকেট হারিয়ে ১৯০ রান সংগ্রহ করেছে টি-টুয়েন্টি ফরম্যাটের বর্তমান চ্যাম্পিয়নরা।


ইনিংসের প্রথম ৫৬ বলে লুইস ঝড়ে বাংলাদেশ চলে গিয়েছিল ব্যাকফুটে। ২০০ রানের পুঁজি অনায়েসে করতে পারত সফরকারীরা। কিন্তু উইন্ডিজদের আকাশ থেকে মাটিতে নামিয়ে আনার কাজটা দারুন করেছেন বাংলাদেশের দুই স্পিনার সাকিব এবং রিয়াদ। শেষ ৬০ বলে মাত্র ৬৮ রান তুলতেই তাঁরা হারিয়েছে শেষ ৮ উইকেট। 


টস জিতে উইন্ডিজদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিলেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। বাঁহাতি ওপেনার এভিন লুইসের ব্যাটিং তাণ্ডবে মনে হচ্ছিল খাল কেটে কুমির ডেকে এনেছে টাইগাররা।


ওভার প্রতি ১৫ রান করে সংগ্রহ করতে শুরু করে দুই ওপেনার শাই হোপ এবং এভিন লুইস। পঞ্চম ওভারের শেষ বলে ৭৬ রানে প্রথম উইকেট হারায় সফরকারী দল। সাকিবের বলে বোল্ড হয়ে ফেরেন ১২ বলে ২৩ রান করা হোপ।


promotional_ad

পরের ওভারেই আঘাত হানেন মুস্তাফিজ। তিনে নামা ব্যাটসম্যান কিমো পলকে ফিরিয়েছেন তিনি। কিন্তু এক প্রান্ত দিয়ে বিধ্বংসী ব্যাটিং করেই যাচ্ছিলেন লুইস। ১৮ বলে তুলে নিয়েছিলেন ব্যক্তিগত অর্ধশতক, যেখানে ৫টি ছয় এবং তিনটি চার ছিল তাঁর।


রভম্যান পাওয়েলকে নিয়ে দলের রান বাড়াতে থাকেন লুইস। ব্যাট হাতে মারকুটে মেজাজে থাকা এই ব্যাটসম্যানকে ফেরান স্পিনার রিয়াদ। ৩৬ বলে ৮৯ রান করা লুইসকে সরাসরি বোল্ড করেছেন তিনি।


উইন্ডিজদের দলের রান তখন ১২২, ৯.২ ওভারে। লুইসকে আউট করে টাইগারদের খেলায় ফিরিয়ে আনা রিয়াদ পরের বলেই লেগ বিফোরের ফাঁদে পরে ক্যারিয়ারে প্রথম বারের মত ০ রানে সাজঘরে ফেরেন শিমরন হেটমায়ার।


জোড়া উইকেট হারালেও নিকলাস পুরানের ব্যাটে রানের চাকা সচল রাখে উইন্ডিজরা। পুরান এবং রভম্যান পাওয়েল মিলে দলকে ১৫০ রানের পুঁজি এনে দেন ১৩ ওভারের মধ্যে। কিন্তু এরপরই ম্যাচে দারুন ভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। 


মুস্তাফিজুর রহমান এবং সাকিব আল হাসানের জোড়া ব্রেক থ্রুতে উইন্ডিজদের আকাশ থেকে মাটিতে নামিয়ে আনে বাংলাদেশ। পুরান ছাড়া আর কোন উইন্ডিজ ব্যাটসম্যান বেশীক্ষণ উইকেটে থিতু হতে পারেন নি।


লুইসের পর দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান করে পুরান বিদায় নিলে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৯.২ বলে ১৯০ রানে অল আউট হয় সফরকারীরা। বাংলাদেশের পক্ষে সাকিব, রিয়াদ এবং মিরাজ নেন ৩টি করে উইকেট।   


সংক্ষিপ্ত স্কোরঃ 


উইন্ডিজঃ ১৯০ অল আউট (১৯.২ ওভার)


(লুইস ৮৯, পুরান ২৯), (সাকিব ৩/৩৩, মাহমুদুল্লাহ ৩/১৮)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball