উড়ন্ত সূচনা বাংলাদেশের

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
উইন্ডিজঃ ১৯০ অল আউট (১৯.২ ওভার)
(লুইস ৮৯, পুরান ২৯), (সাকিব ৩/৩৩, মাহমুদুল্লাহ ৩/১৮)

বাংলাদেশঃ ১০/০ ১ ওভার
স্পিনার মাহমুদুল্লাহ রিয়াদের দুর্দান্ত বোলিংয়ে শুরু থেকে ঝড় তোলা উইন্ডিজদের দুইশ'র নিচে আটকাতে সক্ষম হয়েছে বাংলাদেশ। শেষ পর্যন্ত মিরপুরে ১৯.২ ওভার ব্যাটিং করে সব উইকেট হারিয়ে ১৯০ রান সংগ্রহ করেছে টি-টুয়েন্টি ফরম্যাটের বর্তমান চ্যাম্পিয়নরা। ১৯১ রানের লক্ষ্যে ইতিমধ্যে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশঃ
তামিম ইকবাল, লিটন কুমার দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ, আরিফুল হক, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদি হাসান মিরাজ, আবু হায়দার রনি, মুস্তাফিজুর রহমান।
উইন্ডিজ একাদশঃ
এভিন লুইস, শাই হোপ (উইকেটরক্ষক), শিমরন হেটমায়ার, শিরফানে রাদারফোর্ড, কার্লোস ব্র্যাথওয়েট (অধিনায়ক), রোভম্যান পাওয়েল, ফাবিয়ান অ্যালেন, কিমো পল, শেল্ডন কট্রেল, ওশানে থমাস।