promotional_ad

সিডনির মাঠেও হারল পার্থ

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ঘরের মাঠে চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে পার্থ স্কোরচার্সকে আতিথ্য দিয়েছিল সিডনি সিক্সার্স। জর্ডান সিল্কের বিধ্বংসী ব্যাটিং এবং ও'কিফের দারুন বোলিংয়ের দিন সফরকারীদের বিপক্ষে ১৭ রানে জয় পেয়েছে সিক্সার্সরা। এই নিয়ে টানা দুই ম্যাচেই হারের স্বাদ পেল পার্থ। নিজেদের প্রথম ম্যাচে মেলবোর্নের রেনেগেডসের কাছে ৪ উইকেটে হেরেছিল দলটি। 


এদিন প্রথমে ব্যাট করতে নেমে শুরুতে স্কোরচার্স বোলারদের তোপর মুখে পরলেও পরবর্তীতে জর্ডান সিল্ক এবং ড্যানিয়েল হিউজের ব্যাটে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। ৩০ রানে ৩ উইকেট হারালেও প্রতিপক্ষের বোলারদের দারুন ভাবে সামাল দেন এই দুই ব্যাটসম্যান।


দুজনের ব্যাটে ভর করেই ১৪তম ওভারে দলীয় ১০০ পার করে সিডনি। এরপর শেষ ছয় ওভারে স্কোরচার্স বোলারদের উপর চড়াও হয়ে খেলেন তাঁরা। দুজনই তুলে নেন ফিফটি। ১২৪ রানের জুটি গড়ার পর হিউজকে ফিরতে হয় ৬২ রানে।


হিউজ ফিরলেও সিল্কের বিধ্বংসী ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৬৪ রানের পুজি পায় সিক্সার্সরা। শেষ ৩৬ বলে ৬৪ রান স্কোরবোর্ডে যোগ করে দলটি। সিল্ক অপরাজিত থাকেন ৬৭ রানে।


promotional_ad

১৬৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সিডনি স্পিনার স্টিভেন ও'কিফের ঘূর্ণিতে ৯ রানে ৩ উইকেট হারিয়ে বসে স্কোরচার্সরা। আসরে নিজেদের প্রথম ম্যাচে হারের পর এই ম্যাচে জয় পেতেই হত তাদের।


দলকে প্রথম জয় এনে দিতে লড়াই চালিয়ে যান অধিনায়ক অ্যাস্টন টার্নার এবং হিল্টন কার্টরাইট। দুজন মিলে জুটি গড়েন ৯৯ রানের। টার্নার ৪৯ রানে ফিরলেও কার্টরাইট তুলে নেন ফিফটি।


কিন্তু ফিফটি হাঁকানোর পর রান আউটের ফাঁদে পরে সাজঘরে ফিরতে হয় তাকে। তাঁর বিদায়ের পর আর ম্যাচে ফেরা হয়নি স্কোরচার্সের। শেষ পর্যন্ত ১৪৭ রানে থেমে যায় স্কোরচার্সের ইনিংস। ১৭ রানের জয় পায় সিডনি। 


সংক্ষিপ্ত স্কোরঃ 


সিডনি সিক্সার্স ১৬৪/৪ (২০ ওভার) 


(ড্যানিয়েল হিউজ ৬২, জর্ডান সিল্ক ৬৭*) (জেসন বেহরেনডর্ফ ২/২৮)


পার্থ স্কোরচার্স ১৪৭/৮ (২০ ওভার)


(হিল্টন কার্টরাইট ৫৩, আস্টন টার্নার ৪৯), (স্টিভেন ও'কিফ ৩/১৯)


ফলাফলঃ ১৭ রানে জয়ী সিডনি সিক্সার্স



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball