বিসিসিআইকে আইসিসির হুমকি, শঙ্কায় ২০২৩ বিশ্বকাপ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) বড় হুমকি দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ৩১ ডিসেম্বরের মধ্যে ২৩ মিলিয়ন ডলার অর্থাৎ ১৬১ কোটি টাকা পরিশোধ না করলে ২০২৩ বিশ্বকাপের আয়োজক দেশ থেকে সরিয়ে দেয়া হবে ভারতকে।
২০১৬ টি টুয়েন্টি বিশ্বকাপের আয়োজক দেশ ছিলো ভারত। কেন্দ্রীয় সরকার থেকে সেই টুর্নামেন্টের কর পরিশোধের অনুমতি মিলছে না ভারতীয় ক্রিকেট বোর্ডের। আইসিসি একের পর এক দিনক্ষণ বেঁধে দিলেও কাজ হচ্ছে না। এবার কোন উপায় না থেকে বিসিসিআইকে হুমকি দিচ্ছে আইসিসি।

গত অক্টোবরে সিঙ্গাপুরে অনুষ্ঠিত আইসিসির বোর্ড সভায় এই বিসিসিআইকে এই কর পরিশোধ করার আদেশ দেয়া হয়। উল্লেখিত তারিখের মধ্যে কর পরিশোধে ব্যর্থ হলে বিসিসিআইকে আগামী বছরের লভ্যাংশ কমিয়ে দেয়া হবে এবং ২০২৩ বিশ্বকাপের আয়োজক থেকে সরিয়ে দেয়ার হুমকি দিয়েছে আইসিসি।
তবে এই ইস্যুতে ভারতীয় ক্রিকেট বোর্ড বরাবরের মতই শক্ত অবস্থান ধরে রেখেছে। নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, 'বিসিসিআইকে দোষ দেয়াটা এখন ফ্যাশনের পর্যায়ে পড়ে গিয়েছে। যে হাত খাদ্য যোগাচ্ছে তাঁকেই মারা হচ্ছে, হ্যাঁ? এটাই কি তাহলে সঠিক পন্থা?
'বিশ্বকাপের সম্প্রচার সত্ত্ব কিন্তু ভারতেরই একটা প্রতিষ্ঠান, আর তাদেরকেই বলা হচ্ছে বিশ্বকাপ আয়োজন করতে পারবে না? আবার যেখানে একজন ভারতীয়ও আছে প্রধান কর্মকর্তা হিসেবে। এটা অনেক বড় কৌতুকের বিষয়।'
২০২১ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের আয়োজক করা হয়েছিলো ভারতকে। কিন্তু আইসিসির দেয়া হুমকির পর অর্থ পরিশোধ করতে না পারলে ২০২৩ বিশ্বকাপের আয়োজক থেকে সরিয়ে দেয়া হতে পারে তাদের।