শেষ টি-টুয়েন্টি ম্যাচের সম্ভাব্য একাদশ

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
উইনিং কম্বিনেশন ধরে রেখেই সিরিজের শেষ টি-টুয়েন্টিতে মাঠে নামতে চায় বাংলাদেশ দল। বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ সুনিল যোশি এমনই ইঙ্গিত দিয়েছেন।
'উইনিং কম্বিনেশনে ভরসা রাখা সব সময়ই ভালো। যারা ভালো অবশ্যই তাঁদেরও খেলার সুযোগ আসবে। স্কোয়াডে থাকা অন্য তিনজনও সমানভাবেই আন্তর্জাতিক টি-টুয়েন্টির ভালো ক্রিকেটার, কিন্তু খেলতে পারবে এগারো জন। আশাকরি অপরিবর্তিত একাদশই খেলবে শেষ ম্যাচে।'
প্রথম দুই টি-টুয়েন্টিতে রান না পেলেও শেষ ম্যাচে বড় স্কোর গড়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবেন তামিম ইকবাল। তাঁর সঙ্গে জুটি বাঁধবেন দ্বিতীয় ম্যাচে ২৬ বলে ফিফটি হাঁকিয়ে ৬০ রানের ইনিংস খেলা ওপেনার লিটন দাস।

মিরপুরে সৌম্য সরকারের সামনে সুযোগ ছিল বড় স্কোর গড়ার। কিন্তু ৩২ রান করে কার্লোস ব্র্যাথওয়েেটর অসাধারণ ক্যাচে সাজঘরে ফিরতে হয়েছিল তাঁকে। শেষ ম্যাচেও তিন নম্বরে বড় ইনিংস খেলার লক্ষ্য নিয়েই মাঠে নামবেন এই ব্যাটসম্যান।
তামিমের মত মুশফিকুর রহিমও প্রথম দুই ম্যাচে বড় স্কোর গড়তে ব্যর্থ হয়েছিলেন। শেষ ম্যাচে ৪ নম্বরে নিজের সেরাটা দেয়ার লক্ষ্যে থাকবে তাঁর। মিরপুরে বাংলাদেশের সিরিজে ফেরার দিন সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদ মিলে ৪১ বলে জুটি গড়েছিলেন ৮৯ রানের।
পাঁচ এবং ছয় নম্বর পজিশনের নির্ভরযোগ্য এই দুই ক্রিকেটার শেষ ওয়ানডেতেও চাইবেন দলের জন্য অবদান রাখতে। সাত নম্বরে আরও একটিস সুযোগ পাবেন আরিফুল হক। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে মোহাম্মাদ সাইফুদ্দিন থাকছেন আট নম্বরে।
সাকিবের সঙ্গী হিসেবে একাদশে দ্বিতীয় স্পিনার হিসেবে মেহেদি হাসান মিরাজ থাকবেন নয় নম্বরে। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও কার্যকারী ভূমিকা রাখতে সক্ষম এই ডানহাতি ব্যাটসম্যান।
তবে শেষ ম্যাচেও বড় দুশ্চিন্তা হয়ে থাকবে বাংলাদেশের পেস বোলিং বিভাগ। যদি উইনিং কম্বিনেশন না ভাঙ্গা হয় তাহলে মুস্তাফিজ এবং আবু হায়দার রনিই থাকছেন একাদশে। দ্বিতীয় ওয়ানডেতে এই দুই পেসারকে বেধড়ক পিটিয়েছে উইন্ডিজ ব্যাটসম্যানরা। তাই দুজন অবশ্যই চাইবেন নিজেদের সেরাটা দিয়ে বাংলাদেশকে সিরিজ জিততে সাহায্য করতে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশঃ তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেট রক্ষক), সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদুল্লাহ রিয়াদ, আরিফুল হক, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি।