বগুড়ায় আশরাফুলের ব্যাটিং ঝড়

ছবি: ছবিঃ বিসিবি

সংক্ষিপ্ত স্কোর
পূর্বাঞ্চল দ্বিতীয় ইনিংসঃ ১৫৯/৫ (২২ ওভার)
(রনি ৫৮, আশরাফুল ৫৪* ; মেহেদি ৩/৬০)
পূর্বাঞ্চল প্রথম ইনিংসঃ ২৬২/৮ ডিঃ (৮৩.৪ ওভার)
(ইয়াসির ৭০, রনি ৪০; আল-আমিন হোসেন ৩/২৬)
দক্ষিণাঞ্চল প্রথম ইনিংসঃ ১৭৫/৮ ডিঃ (৬৫ ওভার)
(রাব্বি ৬৯*, তুষার ৪০*; ফরহাদ রেজা ২/৩৪)

বগুড়ায় বাংলাদেশ ক্রিকেটের লীগের (বিসিএল) শেষ দিন দক্ষিণাঞ্চলের বোলারদের উপর তান্ডব চালাচ্ছেন পূর্বাঞ্চলের ব্যাটসম্যানরা। ওয়ানডে মেজাজে ব্যাটিং করে দ্বিতীয় ইনিংসে ইতিমধ্যে ২৪৬ রানের লিড নিয়েছে তাঁরা।
আশরাফুলের ফিফটিঃ
দক্ষিণাঞ্চলের বোয়ারদের পাত্তাই দেন নি মোহাম্মদ আশরাফুল। পাচ বাউন্ডারি এবং এক ছক্কায় প্রতিপক্ষের বোলারদের উপর তান্ডব চালিয়ে ৩৩ বলে ফিফটি তুলে নেন তিনি। কিন্তু অর্ধশতক হাঁকানোর পর ইনিংস লম্বা করতে পারেন নি এই ব্যাটসম্যান। ৫৪ রানে মেহেদি হাসানের বলে সাজঘরে ফেরেন তিনি।
পূর্বাঞ্চলের উড়ন্ত সূচনাঃ
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় পূর্বাঞ্চল। শুরুতে ইমরুল কায়েসকে হারালেও মমিনুল হককে সঙ্গে নিয়ে ওয়ানডে মেজাজে ব্যাট করে ফিফটি তুলে নেন রনি তালুকদার। মমিনুল ২২ রানে ফেরার পর ৩৯ বলে ৫৮ রান করে সাজঘরে ফেরেন রনি।
দক্ষিণাঞ্চেলর প্রথম ইনিংসঃ
আগের দিন ৩ উইকেটে ১৩৬ রান নিয়ে খেলতে নেমে পূর্বাঞ্চলের বোলারদের তোপের মুখে পরে দক্ষিণাঞ্চলের ব্যাটসম্যানরা। আগের দিন ৫৭ রান করে দিন শেষ করা ফজলে রাব্বি সাজঘরে ফেরেন ৬৯ রানে। পূর্বাঞ্চলের বোলারদের তোপে ৮ উইকেটে ১৭৫ রান তুলে ইনিংস ঘোষণা করে দক্ষিণাঞ্চল।
পূর্বাঞ্চলের প্রথম ইনিংসঃ
বৃষ্টির কারণে বিসিএলের এই ম্যাচের প্রথম দিন একটি বলো মাঠে গড়ায়নি। ভেজা মাঠের কারণে খেলা শুরু হতে দেরি হয়েছিল দ্বিতীয় দিনও। পরবর্তীতে টসে জিতে পূর্বাঞ্চলকে ব্যাটিংয়ের আমন্ত্রণ যায় দক্ষিণাঞ্চল।
দুই ওপেনার ইমরল কায়েস এবং রনি তালুকদারের ভালো শুরুর পর ব্যাট হাতে দলের খাতায় রান যোগ করেছিলেন মোহাম্মদ আশরাফুলও। কিন্তু ব্যর্থ ছিলেন দলের অধিনায়ক মমিনুল হক।
শেষ পর্যন্ত দুর্দান্ত ব্যাটিং করে অর্ধশতক তুলে নেন ইয়াসির আলি। মাহমুদুল হাসানকে নিয়ে দিন শেষ করেন ইয়াসির। চার উইকেট হারিয়ে ২০৪ রানে প্রথম দিন শেষ করেছিল পূর্বাঞ্চল।