promotional_ad

সুযোগ কাজে লাগাতে ব্যর্থ তামিম

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সংক্ষিপ্ত স্কোরঃ


বাংলাদেশঃ ৪৭/১ (৫ ওভার) 


লিটন দাস ২৯* সৌম্য ১*)  


মিরপুরে সিরিজে ফেরার লক্ষ্যে দ্বিতীয় টি-টুয়েন্টি ম্যাচ উইন্ডিজের বিপক্ষে মাঠে নেমেছে স্বাগতিক বাংলাদেশ। ম্যাচটিতে টসে জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিং করার আমন্ত্রণ জানিয়েছেন উইন্ডিজ দলপতি কার্লোস ব্র্যাথওয়েট। প্রতিপক্ষের আমন্ত্রণে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ দল।


promotional_ad

সুযোগ কাজে লাগাতে ব্যর্থ তামিমঃ


আগের ওভারে কভার অঞ্চলে ফ্যাবিয়ান অ্যালেন হাতে জীবন পাওয়ার পর এরপরের ওভারে তাঁকেই উইকেট দিয়ে বসেন তামিম ইকবাল। দলীয় ৪২ রানে শ্যাল্ডন মিডউইকেট অঞ্চলে উরিয়ে মারতে গিতে শ্যাল্ডন কোট্রেলের হাতে ক্যাচ দিয়ে বসেন তামিম। ১৬ বলে ১৫ রান আসে তাঁর ব্যাট থেকে।  


জীবন পেলেন তামিমঃ 


প্রথম ওভারে শ্যাল্ডন কট্রেলের বিপক্ষে ৯ রান তুলে শুরুটা ভালোই করেন তামিম ইকবাল। পরের ওভারেও সতর্কতার সাথে ব্যাট করেছেন দুই ওপেনার। তৃতীয় ওভারে এসে রানের খোঁজে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ফ্যাবিয়ান অ্যালেনের হাতে কভার অঞ্চলে ক্যাচ দিয়ে বসেন তামিম। কিন্তু সেই ক্যাচ লুফে নিতে ব্যর্থ হন তিনি। একই ওভারে স্ট্রাইকে এসে জোড়া বাউন্ডারি হাঁকান লিটন।


বাংলাদেশ একাদশঃ 


তামিম ইকবাল, লিটন কুমার দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, আবু হায়দার রনি, আরিফুল হক, মুস্তাফিজুর রহমান। 


উইন্ডিজ একাদশঃ 


এভিন লুইস, শাই হোপ (উইকেটরক্ষক), নিকোলাস পুরান, কিমো পল, শিমরন হেটমায়ার, ড্যারেন ব্রাভো, রোভম্যান পাওয়েল, কার্লোস ব্র্যাথওয়েট (অধিনায়ক), ফাবিয়ান অ্যালেন, শেল্ডন কট্রেল, ওশানে থমাস। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball