শতকের দ্বারপ্রান্তে মমিনুল

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

সংক্ষিপ্ত স্কোরঃ
টসঃ- উত্তরাঞ্চল (ফিল্ডিং)
পূর্বাঞ্চল প্রথম ইনিংসঃ ৪৬৬/১০
(রনি ১৮৫, আশরাফুল ১৩৬; সানজামুল ৫/১১৫)
উত্তরাঞ্চল প্রথম ইনিংসঃ ৩৭৭/১০
(নাঈম ১০০, ধীমান ৬৮, ফরহাদ ৬৪; রাহি ৬/৭৪)

পূর্বাঞ্চল দ্বিতীয় ইনিংসঃ ১৯৬/২ (৩৭ ওভার)
(মাহমুদুল ৪৫, মমিনুল ৮৯*; সানজামুল ২/৪৩)
রাজশাহীর শহিদ কামরুজ্জামান স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চতুর্থ রাউন্ডের সেসগ দিন এখন পর্যন্ত উত্তরাঞ্চলের বিপক্ষে ২৮৫ রানের লিড নিয়েছে পূর্বাঞ্চল। শেষ দিন ২ উইকেটে ৯০ রান নিয়ে খেলতে নেমে বর্তমানে তাঁদের স্কোর ২ উইকেটে ১৯৬ রান।
শতকের দ্বারপ্রান্তে মমিনুলঃ
আগের দিন ৩২ রানে অপরাজিত থাকা মমিনুল হক সেঞ্চুরির পথে হাঁটছেন। ১৩ চারের সাহায্যে ৯২ বলে ৮৯ রানে অপরাজিত আছেন তিনি। প্রতিপক্ষের বোলারদের বিপক্ষে হাত খুলে ওয়ানডে মেজাজে ব্যাট করছেন মমিনুল। তাঁকে সঙ্গ দেয়া মাহমুদুল হাসান অপরাজিত আছেন ৪২ রানে।
এর আগের দিন দুই ওপেনার রনি তালুকদার (১৬) এবং সাদিকুর রহমানকে (৩৬) ফিরিয়েছেন সানজামুল ইসলাম। এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৩৭৭ রানে থেমেছে উত্তরাঞ্চল।
আর নিজেদের প্রথম ইনিংসে রনি তালুকদার এবং মোহাম্মাদ আশরাফুলের বড় সেঞ্চুরিতে পূর্বাঞ্চল পুঁজি পেয়েছিল ৪৬৬ রানের। রনি তালুকদার ১৮৫ এবং মোহাম্মাদ আশরাফুলের ব্যাট ???েকে এসেছিল ১৩৬ রান।
উত্তরাঞ্চল একাদশঃ
জহুরুল ইসলাম (অধিনায়ক), জুনায়েদ সিদ্দিকি, ফরহাদ হোসেন, নাঈম ইসলাম, ধীমান ঘোষ, এবাদত হোসেন, সোহাগ গাজী, সানজামুল ইসলাম, ইমরান আলি, তানভীর হায়দার, জিয়াউর রহমান।
পূর্বাঞ্চল একাদশঃ
রনি তালুকদার, সাদিকুর রহমান, মাহমুদুল হাসান, হাসান মাহমুদ, আবু জায়েদ, তাসামুল হক, মাহিদুল ইসলাম অংকন, মমিনুল হক (অধিনায়ক), এনামুল হক জুনিয়র, মোহাম্মদ আশরাফুল, তাইজুল ইসলাম।