বাংলাদেশকে হারিয়ে লারার পাশে হোপ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের বিপক্ষে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি করার দিন উইন্ডিজ কিংবদন্তী ব্যাটসম্যান ব্রায়ান লারার রেকর্ডের পাশে ভাগ বসিয়েছেন শাই হোপ। রান তাড়া করার ক্ষেত্রে কোন উইন্ডিজ ব্যাটসম্যানদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর এখন তাঁর।
বাংলাদেশের বিপক্ষে ২৫৬ রানের লক্ষ্য তাড়া করে দলকে জয়ের বন্দরে নিয়ে গিয়েছেন হোপ। এদিন ব্যাট হাতে ক্যারিয়ার সেরা ১৪৬ রানে অপরাজিত থেকে ডাগ আউটে ফিরেছেন এই ওপেনার।

এদিন ১১৮ বলে সেঞ্চুরি হাঁকানোর পর কিমো পলের সঙ্গে সপ্তম উইকেট ৭১ রানের জুটি গড়ে উইন্ডিজদের সিরিজে ১-১ ব্যবধানে সমতা আনতে সাহায্য করেছেন হোপ। শতক হাঁকানোর পর সংবাদ সম্মেলনে হোপ বলেন,
'অবশ্যই আগের দুটি সেঞ্চুরির উপরে রাখব এটিকে। দুটি ম্যাচই টাই হয়েছিল, আমরা জিততে পারিনি, এবার পেরেছি। আমি অনেক আনন্দিত। সেঞ্চুরি হাঁকালে অবশ্যই আনন্দ লাগে সেই সঙ্গে দলকে জয় এনে দিতে পারে আনন্দটা আরও বেড়ে যায়।'
১৯৯৩ সালে পাকিস্তানের বিপক্ষে ১৫৩ রানের অসাধারণ ইনিংস খেলে উইন্ডিজদের জয় পেতে সাহায্য করেছিলে ব্রায়ান লারা। দুই নম্বরেও অবস্থান এই কিংবদন্তীর।
১৯৯৬ সালে কিউইদের বিপক্ষে রান তাড়া করতে নেমে ১৪৬ রানে অপরাজিত থেকে খেলা শেষ করেছিলেন লারা। আর বুধবার বাংলাদেশের বিপক্ষে ১৪৬ রানের অপরাজিত সেঞ্চুরি হাঁকিয়ে লারার রেকর্ডে ভাগ বসিয়েছেন হোপ।