অবসরের কারণ স্টেইন ভীতি নয়ঃ হাফিজ

ছবি: ছবি-সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইনের বিপক্ষে এখন পর্যন্ত ১৫ বার আউট হয়েছেন পাকিস্তানের ব্যাটসম্যান মোহাম্মাদ হাফিজ। তাই দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোয় অনেকেই মন্তব্য করেছেন স্টেইনের ভয়ে ক্রিকেটকে বিদায় বলেছেন তিনি।
কিন্তু হাফিজ সাফ জানিয়েছেন স্টেইনের ভয়ে অবসরের ঘোষণা দেন হাফিজ। হাফিজ জানিয়েছেন, টেস্টকে বিদায় বলেছেন, কিন্তু ওয়ানডে এবং টি-টুয়েন্টিতে ওদের বিপক্ষে খেলতেই হবে তাঁর।

উল্টো জানিয়েছেন, পারফর্মেন্স দিয়েই জবাব দিবেন এই ডানহাতি ব্যাটসম্যান। সম্প্রতি এক সাক্ষাতকারে বিষয়গুলো নিয়ে খোলামেলা আলাপ করেছেন হাফিজ। তিনি বলেন,
'মানুষ ভাবে, আমি দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে স্টেইন আর রাবাদাকে খেলতে ভয় পাই। আমাকে কিন্তু এই বোলারদের ওয়ানডেতে খেলতে হবে। পারফরম্যান্স দিয়েই আমি এসব কথার জবাব দেব।'
পাকিস্তানের হয়ে ৫৫টি টেস্ট খেলেছেন হাফিজ। ৩৭.৬৪ গড়ে করেছেন ৩ হাজার ৬৫২ রান। অফস্পিন বোলিংয়ে নিয়েছেন ৫৩টি উইকেটও।
টেস্ট থেকে অবসর নিলেও ওয়ানডে এবং টি-টুয়েন্টিতে দলের হয়ে খেলে যাবেন হাফিজ। ২০১৯ বিশ্বকাপের পরই ক্রিকেটকে বিদায় জানানোর চিন্তাভাবনা আছে এই ডানহাতি ব্যাটসম্যানের।