বড় ইনিংসের পথে আশরাফুল

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
পূর্বাঞ্চল প্রথম ইনিংসঃ ৩৮৬/২ (১০২ ওভার)
(আশরাফুল ১১৫*, অংকন ২*); (এবাদত ২/৯৫, সোহাগ গাজী ১/২০)
দ্বিতীয় দিনের শুরু ভালো হয়নি পূর্বাঞ্চলেরঃ
দ্বিতীয় দিনের শুরুতেই দ্বিশতকের দ্বারপ্রান্তে থাকা ব্যাটসম্যান রনি তালুকদার আউট হয়ে ফিরেছেন। প্রথম দিন ১৮৩ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিন খেলতে নেমে দুই রান যোগ করতেই এবাদত হোসেনের বলে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। আশরাফুল-রনির ২৪৪ রানের বিশাল জুটি ভাঙ্গেন এবাদত।

কিন্তু ব্যাট হাতে দলের স্তম্ভ হয়ে দাঁড়িয়ে আছেন মোহাম্মদ আশরাফুল। গত দিন ১০৭ রানের পর দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নেমে ইতিমধ্যে ১১৫ রান সংগ্রহ করেছেন তিনি। রনির বিদায়ের পর নতুন ব্যাটসম্যান হিসেবে নামা তাসামুল হকও বেশীক্ষণ টিকতে পারেননি। ফিরেছেন ১৯ রানে এবাদতের বলে লেগ বিফর হয়ে।
দ্বিতীয় দিনের প্রথম সেশনে এখন পর্যন্ত পূর্বাঞ্চলের সংগ্রহ পাঁচ উইকেট হারিয়ে ৩৮৬ রান। মাঠে আশরাফুলের সাথে আছেন মাহিদুল ইসলাম অংকন (২*)।
প্রথম দিনঃ
মোহাম্মদ আশরাফুল এবং রনি তালুকদারের চোখ জুড়ানো দুর্দান্ত ব্যাটিংয়ে বিসিএলের চতুর্থ রাউন্ডের প্রথম দিন নিজেদের করে নিয়েছিল পূর্বাঞ্চল। শতক হাঁকিয়েছিলেন দুই ব্যাটসম্যানই, চতুর্থ উইকেটে জুটি গড়েছিলেন ২৪১ রানের। অপরাজিত থেকে দিন শেষ করেছেন দুইজনই, সাথে দলকে এনে দিয়েছেন তিন উইকেটে ৩৫৪ রানের সংগ্রহ।
ব্যাটিংয়ে পূর্বাঞ্চলঃ
রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে বিসিএলের চতুর্থ রাউন্ডের লড়াইয়ে মুখোমুখি পূর্বাঞ্চল এবং উত্তরাঞ্চল। টস জিতে পূর্বাঞ্চলকে ব্যাটিংয়ের পাঠিয়েছে উত্তরাঞ্চল।
উত্তরাঞ্চল একাদশঃ
জহুরুল ইসলাম (অধিনায়ক), জুনায়েদ সিদ্দিকি, ফরহাদ হোসেন, নাঈম ইসলাম, ধীমান ঘোষ, এবাদত হোসেন, সোহাগ গাজী, সানজামুল ইসলাম, ইমরান আলি, তানভীর হায়দার, জিয়াউর রহমান।
পূর্বাঞ্চল একাদশঃ
রনি তালুকদার, সাদিকুর রহমান, মাহমুদুল হাসান, হাসান মাহমুদ, আবু জায়েদ, তাসামুল হক, মাহিদুল ইসলাম অংকন, মমিনুল হক (অধিনায়ক), এনামুল হক জুনিয়র, মোহাম্মদ আশরাফুল, তাইজুল ইসলাম।