শতকের অপেক্ষায় আশরাফুল

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
পূর্বাঞ্চল প্রথম ইনিংসঃ ৩৪৪/৩ (৮৮ ওভার)
(রনি ১৮২*, আশরাফুল ৯৮*); (ইমরান ১/৮, সোহাগ গাজী ১/২০)
শতকের দ্বারপ্রান্তে আশরাফুলঃ
১৭৬ বলে ৯৮ রানে ব্যাটিং করছেন মোহাম্মদ আশরাফুল। দারুণ ব্যাটিং করে ২৩১ রানের জুটি গড়েছেন রনি তালুকদারের সাথে। রনি ব্যাটিং করছেন ১৮২ রানে।
তাঁদের দুই জনের দুর্দান্ত ব্যাটিংয়ে পূর্বাঞ্চলের সংগ্রহ ৮৮ ওভার শেষে ৩৪৪ রান।
আশরাফুলের অর্ধশতকঃ
তানবীর হায়দারের বলে সিঙ্গেল নিয়ে ব্যক্তিগত অর্ধশতক হাঁকালেন মোহাম্মদ আশরাফুল। ৯৭ বলে পাঁচ চারে অর্ধশতকটি হাঁকান ডানহাতি এই ব্যাটসম্যান। শেষ ম্যাচেও মধ্যাঞ্চলের বিপক্ষে ৬৪ রানের ইনিংস খেলেছিলেন আশরাফুল।
তাঁর সাথে উইকেটে থিতু হয়ে দারুণ ব্যাটিং করে যাচ্ছেন ওপেনার রনি তালুকদার। ইতিমধ্যে শতক হাঁকিয়েছেন তিনি, বর্তমানে তাঁর সংগ্রহ ১২০ রান। পূর্বাঞ্চলের সংগ্রহ ৬৩ ওভার শেষে ২৩৫ রান, তিন উইকেট হারিয়ে।

রনির শতকঃ
সোহাগ গাজীর ওভারের শেষ বলে দুই রান নিয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে দশম অর্ধশতক হাঁকালেন রনি তালুকদার। ১৪৭ বলে শতকটি হাঁকিয়েছেন তিনি। ১২টি চার এবং দুটি ছয়ে সাজানো ছিল রানির ইনিংসটি।
তাঁকে দারুণ সঙ্গ দিয়ে যাচ্ছে আশরাফুল। ইতিমধ্যে তিনিও অর্ধশতকের দিকে এগোচ্ছে তিনি। ৪৭ রানে ব্যাটিং করছেন আশরাফুল।
শতকের সামনে রনি তালুকদারঃ
৯৭ রানে ব্যাটিং করছেন পূর্বাঞ্চলের ওপেনার রনি তালুকদার। শতকের প্রহর গুনছেন তিনি। তাঁর সাথে ৪০ রানে ব্যাটিং করছেন আশরাফুল। দলের সংগ্রহ ৫৩ ওভার শেষে ১৯৫ রান, তিন উইকেটের বিনিময়ে।
আশির ঘরে রনিঃ
৮২ বলে অর্ধশতক হাঁকানো ওপেনার রনি তালুকদার নিজের ইনিংসকে আরও বড় করার চেষ্টায় আছেন। বর্তমানে ৮৬ রান নিয়ে অপরাজিত থেকে দ্বিতীয় সেশন শেষ করেছেন তিনি। তাঁর সাথে বর্তমানে ব্যাটিংয়ে আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।
দারুণ ব্যাটিং করে ইতিমধ্যে ৩৪ রান সংগ্রহ করেছেন তিনি। গত ম্যাচে শতক হাঁকানো মাহমুদুল হাসান ফিরেছেন মধ্যাহ্ন বিরতির পর। সানজামুল ইসলামের বলে উইকেটরক্ষক ধিমান ঘোষের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি, ২৯ রান করে।
৫০ ওভার শেষে তিন উইকেট হারিয়ে ১৭৮ রান সংগ্রহ করে দিনের দ্বিতীয় সেশন শেষ করেছে পূর্বাঞ্চল।
রনির অর্ধশতকঃ
ইমরান আলিকে চার মেরে ব্যক্তিগত অর্ধশতক হাঁকিয়েছেন পূর্বাঞ্চলের ওপেনার রনি তালুকদার। ৮২ বলে অর্ধশতকটি হাঁকিয়েছেন তিনি, যেখানে সাতটি চার এবং একটি ছয়ের মার ছিল তাঁর। রনির সাথে সঙ্গ দিচ্ছে মাহমুদুল হাসান (১০*)। পূর্বাঞ্চলের বর্তমান সংগ্রহ দুই উইকেট হারিয়ে ৯০।
দিনের শুরুতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই হোঁচট খেয়েছিল পূর্বাঞ্চল। ওপেনার সাদিকুর রহমান আউট হয়েছেন শূন্য রান করে। ইমরান আলির বলে সরাসরি বোল্ড হয়ে দিরেছেন তিনি। এরপর ধাক্কাটা সামাল দিতে উইকেটে থিতু হওয়ার চেষ্টায় থাকেন বাঁহাতি ব্যাটসম্যান এবং আরেক ওপেনার রনি তালুকদার।
বেশীক্ষণ আগায়নি মমিনুলের ইনিংস, ২৬ রান করে ফিরেছেন তিনি। আউট হয়েছেন সোহাগ গাজীর বলে। নতুন ব্যাটসম্যান হিসেবে উইকেটে নেমেছেন মাহমুদুল হাসান।
ব্যাটিংয়ে পূর্বাঞ্চলঃ
রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে বিসিএলের চতুর্থ রাউন্ডের লড়াইয়ে মুখোমুখি পূর্বাঞ্চল এবং উত্তরাঞ্চল। টস জিতে পূর্বাঞ্চলকে ব্যাটিংয়ের পাঠিয়েছে উত্তরাঞ্চল।
উত্তরাঞ্চল একাদশঃ
জহুরুল ইসলাম (অধিনায়ক), জুনায়েদ সিদ্দিকি, ফরহাদ হোসেন, নাঈম ইসলাম, ধীমান ঘোষ, এবাদত হোসেন, সোহাগ গাজী, সানজামুল ইসলাম, ইমরান আলি, তানভীর হায়দার, জিয়াউর রহমান।
পূর্বাঞ্চল একাদশঃ
রনি তালুকদার, সাদিকুর রহমান, মাহমুদুল হাসান, হাসান মাহমুদ, আবু জায়েদ, তাসামুল হক, মাহিদুল ইসলাম অংকন, মমিনুল হক (অধিনায়ক), এনামুল হক জুনিয়র, মোহাম্মদ আশরাফুল, তাইজুল ইসলাম।