বাংলাদেশের উন্নতির গ্রাফ তুলে ধরলেন যোশি

ছবি: ছবি- বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বিগত দুই বছরে বাংলাদেশ দলের পারফর্মেন্স নজরে আসার মতো। তরুন এবং অভিজ্ঞ ক্রিকেটারদের হাত ধরে ক্রিকেটে উন্নতি করে যাচ্ছে টাইগাররা।সাফল্যের এই ধারাবাহিকতাটা ধরে রাখতে পারলে ক্রিকেটে আরও উন্নতি করবে বাংলাদেশ।
বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ সুনিল যোশি এমনই মন্তব্য করেছেন। তাঁর মতে, শেষ দুই বছরের পারফর্মেন্স ঘাটলে টাইগারদের উন্নতিতা বোঝা যাবে। সবার পরিশ্রমের ফলকেই এই উন্নতির চাবিকাঠি মানছেন তিনি।
'শেষ দুই বছরের পারফর্মেন্স দেখলে বোঝা যাচ্ছে আমাদের উন্নতিটা। এই ধারাবাহিকতা ধরে রাখতে হবে। সবাই বুঝতে পারছে আন্তর্জাতিক ক্রিকেটে কিভাবে পারফর্ম করতে হয়। দলের সবাই কঠোর পরিশ্রম করছে।

মুশফিক ধারাবাহিক পারফর্ম করছে, সাকিব ভালো করছে, রিয়াদ-তামিমরাও দলকে সেরাটা দিচ্ছে। তরুন এবং অভিজ্ঞদের মিশ্রণে দল সঠিক পথে আছে। এভাবেই সাফল্যে আসবে।'
চলতি বছর বিদেশের মাটিতে নিদাহাস ট্রফি এবং এশিয়া কাপের ফাইনাল খেলেছে বাংলাদেশ। শেষ বলে হারলেও শেষ বল পর্যন্ত লড়াই চালিয়ে গিয়েছিল টাইগাররা। এছাড়া উইন্ডিজদের মাটিতে ওয়ানডে এবং টি-টুয়েন্টি সিরিজ জিতেছে সাকিব-মাশরাফিরা।
গত বছর বিদেশে খেলতে গিয়ে দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডে হোয়াইট ওয়াশ হয়ে ফিরেছিল বাংলাদেশ। একমাত্র বড় সুখস্মৃতি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে জায়গা করে নেয়া।
তাই গেল বছরের তুলনায় এবছর বাংলাদেশের পারফর্মেন্স উন্নতি হওয়ার চিত্রটাই তুলে ধরেছেন যোশি। ভারতের কাছে তিনটি টুর্নামেন্টে শেষ বলে হারলেও সেখানেও লড়াই চালিয়েছে বাংলাদেশ। তিনি আরও জানান,
'আপরা দেখেছেন শেষ দুই বছরে আমরা দল হিসেবে অনেক সাফল্য পেয়েছি। সাদা বলের পাশাপাশি লাল বলেও উন্নতি করছি আমরা। ক্যারিবিয় দ্বীপে সিরিজ জিতেছি, তাঁদেরকে ওয়ানডেতেও হারিয়েছি।
ওয়ানডেতে আমাদের উন্নতি চোখে পরার মতো। যদিও ভারতের কাছে শেষ বলে হেরেছিলাম শেষ তিনটা টুর্নামেন্টে। সেগুল হল টি-টুয়েন্টি বিশ্বকাপ, নিদাহাস ট্রফি এবং এশিয়া কাপ।'