একশ'র অপেক্ষায় পঞ্চপান্ডব

ছবি: ছবি-সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
১১ই ডিসেম্বর ???০১৮, বাংলাদেশ দলের পাঁচ সিনিয়র ক্রিকেটার তামিম ইকবাল, সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদের জন্য বিশেষ একটি দিন। কারণ উইন্ডিজদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে খেলতে নামলেই একসঙ্গে ১০০ ওয়ানডে খেলার কীর্তি গড়বেন এই পঞ্চপান্ডব।
বাংলাদেশ দলের এই পাঁচজনের এক সাথে যাত্রা শুরু হয়েছিল ২০০৭ সালে। সে বছর একসাথে ম্যাচ না খেললেও শ্রীলংকা সিরিজে স্কোয়াডে ছিলেন তাঁরা। তবে এই পাঁচজনকে একসাথে মাঠে নামতে অপেক্ষা করতে হয়েছিল ২০০৮ সাল পর্যন্ত।

সে বছর নিউজিল্যান্ডের মাটিতে সর্বপ্রথম একসঙ্গে মাঠের লড়াইয়ে নেমেছিলেন তাঁরা। এর ১০ বছর পর একসঙ্গে ১০০ তম ওয়ানডে ম্যাচ খেলতে নামবেন পঞ্চপান্ডব। ২০০৭ সালে মাহমুদুল্লাহ রিয়াদের অভিষেক হওয়ার পর থেকে এই পাঁচজন নিয়মিত এক সঙ্গে খেলে আসছেন।
তাঁদের হাত ধরেই বাংলাদেশ দল এখন ক্রিকেট বিশ্বে অনন্য উচ্চতায়ও পৌঁছেছে। ২০১৫ সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল, ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল ছাড়াও ভারত, পাকিস্তান, দক্ষিন আফ্রিকা এবং উইন্ডিজদের মতো দলগুলোর বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে টাইগাররা।
এছাড়া টেস্টে মাশরাফি না খেললেও সাকিব, তামিম, মুশফিক এবং মাহমুদুল্লাহর হাত ধরে সাদা পোষাকে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, শ্রীলংকার এবং উইন্ডিজদের মতো বড় দলগুলোর বিপক্ষে বিগত ২-৩ বছরে টেস্টে জয় লাভ করেছে বাংলাদেশ দল।
ক্রিকেট ইতিহাসে বাংলাদেশের এই পাঁচজনই একসাথে প্রথম একশ ওয়ানডে খেলা ক্রিকেটারদের মধ্যে প্রথম নয়। এর আগে আরও ৬৪বার এমন ঘটনার সাক্ষী হয়েছে ক্রিকেট বিশ্ব। তবে বাংলাদেশ ক্রিকেটের জন্য প্রথম হাওয়ার কারণে দিনটি অবশ্যই স্মরণীয় হয়ে থাকবে বাংলাদেশ দল এবং পঞ্চপান্ডবের জন্য।
তবে পঞ্চপান্ডবের এই পথচলা শেষ হয়ে যেতে পারে আগামী বছরের বিশ্বকাপেই। ২০১৯ বিশ্বকাপ দিয়েই ওয়ানডে ক্যারিয়ারের ইতি টানার চিন্তা ভাবনা করছেন মাশরাফি বিন মুর্তজা। সেটা হলে একসাথে ক্রিকেট বিশ্ব বেশীদিন আর পাঁচজনকে একসাথে দেখবে না আর।