রুবেল সবার থেকে অসাধারণঃ মাশরাফি

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশ দলের পেসারদের মধ্যে রুবেল হোসেন সবার চেয়ে এগিয়ে। বাংলাদেশ দলের কাপ্তান মাশরাফি এমনই মন্তব্য করেছেন। পেস বোলার রুবেল হোসেনকে অসাধারণ বলে আখ্যায়িত করেছেন তিনি।
উইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে মাঠে ফিরছেন রুবেল হোসেন। যেকারণে একাদশে এখন পেসারদের মধ্যেও লড়াই চলে এসেছে জায়গা পাওয়ার জন্য। সংবাদ সম্মেলনে এসে মাশরাফি জানান,

'পেস বোলিং যেটা বললাম রুবেল জিম্বাবুয়ে সিরিজের আগে শারীরিক অসুস্থতা থেকে উঠে আসছিল। সে সুযোগটা সাইফুদ্দিন খুব ভাল কাজে লাগিয়েছে। আমি মনে করি রুবেল অসাধারণ। সবার থেকে অসাধারণ।
এশিয়া কাপে ছিল। আমাদের ওটাও খেয়াল রাখতে হবে। রুবেল যেন তার সেরা জায়গা থেকে পিছিয়ে না যায়। একইসঙ্গে সাইফুদ্দিন তো শুরু করেছে সুতরাং ওকেও সুযোগ দিতে হবে। আসলে এরকম চিন্তা করেই ১৬ জনের দল রাখা।'
শারীরিক অসুস???থতার কারণে জিম্বাবুয়ে সিরিজে খেলা হয়নি পেসার রুবেল হোসেনের। এশিয়া কাপের পর উইন্ডিজ সিরিজের ওয়ানডে ম্যাচ দিয়ে মাঠে ফিরছেন তিনি।
এর আগে এশিয়া কাপে বল হাতে দারুন পারফর্ম করেছেন রুবেল হোসেন। জিম্বাবুয়ে সিরিজে তিনি না থাকলেও পেসার সাইফুদ্দিন সুযোগটা সেই সুযোগটা দারুন ভাবে কাজে লাগিয়েছেন।