পেস জিতিয়েছে এবং জেতাবে, বিশ্বাস মাশরাফির
ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ফরম্যাট বদলের সাথে সাথে বাংলাদেশকে বদলে ফেলতে হচ্ছে চিন্তাধারা। টেস্টে উইন্ডিজদের স্পিন দিয়ে নাকানি চুবানি খাওয়ানো টাইগাররা ওয়ানডেতে পেস দিয়েই প্রতিপক্ষকে ঘায়েল করতে চায়।
অধিনায়ক মাশরাফি একজন পেসার যেকারণে এই ফরম্যাটে পেসারদেরকেই বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি। উইকেট যেমনই হোক অধিনায়কের চাওয়া পেস আক্রমণ দিয়েই উইন্ডিজদের ঘায়েল করার।

জিম্বাবুয়ে সিরিজের প্রত্যেক ম্যাচেই তিন পেসার একাদশে নিয়েই সাফল্য পেয়েছে বাংলাদেশ। উইন্ডিজদের বিপক্ষে পেস দিয়েই সাফলতা অর্জন করতে মরিয়া কাপ্তান। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসে তিনি জানান,
'ফল আপনার পক্ষে আসছে কিনা সেটা মূল বিষয় । তিনজন ফাস্ট বোলার নিয়ে এমনকি ফ্ল্যাট উইকেটেও আমরা খেলেছি। আর ওয়ানডে ক্রিকেটে স্পিনের একটা অসুবিধা আছে কারণ ৪০ ওভার পর্যন্ত পাওয়ার প্লে থাকে। যখন পাঁচজন ফিল্ডার উপরে থাকে তখন স্পিনে মারা খুব সহজ।
ফাস্ট বোলিং থাকলে হয় কি আপনি যেকোন এক জায়গা ব্লক করে বল করতে পারেন। স্পিনার যদি খুব অসাধারণ না হয়, এটা টেস্ট ক্রিকেট না...ওয়ানডের পরিস্থিতি টেস্টে হয় না। ওয়ানডেতে আপনার শটস খেলবে, রান করতে চাইবে প্রতিপক্ষে যেই থাকুক।
সেক্ষেত্রে অসাধারণ কিছু না হয়...সাকিব বা মিরাজ ভাল করছে, ভাল করছে না তা নয়। তবে আমাদের সাফল্যের হার ফ্ল্যাট উইকেটেও পেস বোলারদের বেশি। কাজেই ওদিকটা খেয়াল রাখা জরুরী।'
গেল সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে প্রত্যেক ম্যাচেই তিনজন করে পেসার নিয়ে দল সাজিয়েছিল বাংলাদেশ। উইন্ডিজদের বিপক্ষেও একাদশে তিন বা চার পেসার থাকার জোর সম্ভাবনা রয়েছে।