অ্যাডিলেড টেস্টের নিয়ন্ত্রণ ভারতের হাতে

ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
অ্যাডিলেড টেস্টের তৃতীয় দিন গিয়েছে সফরকারী ভারতের পক্ষে। দিন শেষে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৬৬ রানের লিড নিয়েছে ভিরাট কোহলির দল। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা টিম ইন্ডিয়ার দিন শেষে সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ১৫১ রান।
ব্যাট করতে নেমে দুই ওপেনার মুরলি বিজয় এবং লোকেশ রাহুলের ব্যাটে শুরুটা ভালো করেছিল ভারত। ইনিংসর শুরু থেকেই দুই ওপেনার অস্ট্রেলিয়ার বোলারদের বিপক্ষে সাহসী ব্যাটিং করেছেন।
এক প্রান্তে মুরলি বিজয় ধীরগতির ব্যাটিং করলেও লোকেশ রাহুল নিজের সহজাত ব্যাটিংই চালিয়ে গিয়েছেন। উদ্বোধনী জুটিতে দুজন ৬৩ রান যোগ করার পর ভুল করে বসেন মুরলি বিজয়।
মিচেল স্টার্ককের বলে স্লিপে পিটার হ্যান্ডসকম্বকে ব্যক্তিগত ২৮ রানে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। বিজয় ফিরে গেলেও চেতেশ্বর পুজারার সঙ্গে জুটি গড়ার চেষ্টা করছিলেন লোকেশ রাহুল।

ফিফটিও পথেও হাটছিলেন তিনি। তবে ব্যক্তিগত ৪৪ রানে ডানহাতি এই ব্যাটসম্যান জশ হ্যাজেলউডকে এগিয়ে এসে মারতে গিয়ে উইকেট রক্ষক টিম পেইনের হাতে ক্যাচ দিয়ে বসেন।
রাহুল ফিরে যাওয়ার পর অধিনায়ক কোহলি এবং পুজারা মিলে হাল ধরে খেলে দলকে একশ রানের লিড এনে দেন। মাঝে দুইবার আউট হওয়ার পরও রিভিউ নিয়ে বেঁচেছেন পুজারা।
কোহলি এবং পুজারার দৃঢ় ব্যাটিংয়ে লিড বাড়িয়ে যাচ্ছিল ভারত। কিন্তু শেষ বিকেলে এসে নাথান লায়নের বলে শর্ট লেগে ক্যাচ দিয়ে বসেন কোহলি। ৩৪ রান আসে তাঁর ব্যাট থেকে।
এরপর রাহানে এবং পুজারার ব্যাটে আর কোন উইকেট না হারিয়ে দিন শেষ করে ভারত। এর আগে তৃতীয় দিন সকালে ব্যাট করতে নেমে ২৩৫ রানে অল আউট হয় অস্ট্রেলিয়া। আগের দিনের ৬১ রান নিয়ে খেলতে নামা ব্যাটসম্যান ট্রাভিস হেড বিদায় নেন ৭২ রান করে।
শেষের দিকে অপরাজিত নাথান লায়ন যোগ করেন ২৪ রান। ১৫ রানের লিড পায় টিম ইন্ডিয়া। ভারতের হয়ে জাস্প্রিত বুমরাহ এবং রবিচন্দ্র অশ্বিন নেন ৩টি করে উইকেট।
নিজেদের প্রথম ইইংসে চেতেশ্বর পুজারার দুর্দান্ত সেঞ্চুরিতে ২৫০ রানের পুঁজি পায় ভারত। দলের পক্ষে একাই লড়াই চালিয়েছিলেন পুজারা। সাজঘরে ফিরেছেন ১২৩ রান করে।
ভারত প্রথম ইনিংসঃ ২৫০ অল আউট, ৮৮ ওভার (পুজারা ১২৩) (হ্যাজেলউড ৫২/৩)
অস্ট্রেলিয়া প্রথম ইনিংসঃ ২৩৫ অল আউট, ৯৮.৪ ওভার (হেড ৭২), (বুমরাহ ৪৭/৩)
ভারত প্রথম ইনিংসঃ ১৫১/৩, ৬১ ওভার (পুজারা ৪০* রাহানে ১*), (মিচেল স্টার্ক ১৮/১)