কোহলির উদযাপন নিয়ে ল্যাঙ্গারের খোঁচা

ছবি: ছবি-সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের অধিনায়ক ভিরাট কোহলির উপর চটেছেন অস্ট্রেলিয়ার হেড কোচ জাস্টিন ল্যাঙ্গার। দ্বিতীয় দিন অ্যারন ফিঞ্চ আউট হওয়ার পর ভিরাট কোহলি সীমা ছাড়ানো উদযাপন করেন।
এই উজ্জাপন নিয়েই ভারতীয় দলপতিকে খোঁচা দিয়েছেন অস্ট্রেলিয়ার হেড কোচ। ম্যাচের দ্বিতীয় দিন সকালে ইশান্ত শর্মার বলে অস্ট্রেলিয়ার ওপেনার অ্যারণ ফিঞ্চ বোল্ড হওয়ার পর স্লিপে দাঁড়িয়ে কোহলি সীমা ছাড়ানো উদযাপন করেন দলের সঙ্গে।

ল্যাঙ্গারের দাবি, অস্ট্রেলিয়া দল যদি কোহলির মতো উদযাপন করত তাহলে তাঁদেরকে বিশ্ব দরবারে সবচেয়ে খারাপ মানুষ হিসেবে আখ্যায়িত করা হত। বিষয়কি খুব সূক্ষ্ম হলেও ভারতের জায়গায় অস্ট্রেলিয়া থাকলে ক্রিকেট বিশ্ব এটাকে অন্য চোখে দেখত। তিনি বলেন,
‘খেলায় এই আবেগটা দেখতে ভালো লাগে, তাই তো? তবে, আমরা যদি মাঠে এমন আবেগ দেখাতাম তাহলে কিন্তু আমাদের বিশ্বের সবচেয়ে খারাপ মানুষ বলা হতো। এখানেই পার্থক্য। বিষয়টি খুবই সূক্ষ্ম, খেলার মাঠে এমন আবেগ দেখতে ভালোই লাগে। কিন্তু ঐযে বললাম আমরা করলে বিষয়টি বড় হয়ে যেত।
এদিকে দ্বিতীয় দিন অস্ট্রেলিয়া দলের রক্ষণাত্মক ব্যাটিং দেখে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে লিখেছেন যে, তিনি এমন অস্ট্রেলিয়াকে আগে কখনও দেখেননি। ভারতের এই লিজেন্ডের টুইটের জবাব সংবাদ সম্মেলনেই দিয়েছেন ল্যাঙ্গার। আরও বলেন,
‘আমি শচিনের টুইটটা দেখেছি, যেখানে তিনি বলেছেন অস্ট্রেলিয়া দলকে কখনও এতটা রক্ষণাত্মক ব্যাটিং করতে দেখেননি। এটা বলতে পারেন, কারণ যতবার তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছেন, সেই দলটিতে ছিল অ্যালান বোর্ডার আর ডেভিড বুনের মতো খেলোয়াড়।
যারা দুজন মিলে ৩০০ বা ৪০০ টেস্ট খেলেছেন। আর টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়া এখন বলতে গেলে বাচ্চাদের নিয়ে খেলছে। যারা নিজেদেরকে মেলে ধরতে চেষ্টা করছে এবং তাঁরা টেস্ট জেতার জন্য খেলছেনা শুধু, টেস্ট ক্রিকেট কি সেটাও বুঝানোর চেষ্টা করছে।’