বিশ্বকাপের আগে ইংলিশ কাউন্টিতে ম্যাক্সওয়েল

ছবি: ছবি-সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আগামীবছর অনুষ্ঠিত হতে যাওয়া ইংল্যান্ড বিশ্বকাপের আগে ইংলিশ কাউন্টিতে খেলবেন অস্ট্রেলিয়ার বিধ্বংসী ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল। ইংলিশ কাউন্টি দল ল্যাঙ্কাশায়ারের সঙ্গে ২০১৯ মৌসুমের চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
কয়েকদিন আগেই আগামী আইপিএলে না খেলার ঘোষণা দিয়েছিলেন ম্যাক্সওয়েল। আইপিএল বাদ দিয়ে বিশ্বকাপের আগে ইংলিশ কন্ডিশনের সাথে পরিচিত হতে ইংলিশ কাউন্টিতে এপ্রিলে ওয়ানডে কাপ খেলবেন তিনি।

চুক্তিবদ্ধ হওয়ার পর ইংলিশদের মাটিতে খেলতে মুখিয়ে আছেন এই অজি। সেই সঙ্গে জানিয়েছেন, এখানে খেললে আগামী বিশ্বকাপের জন্য নিজেকে আরও ভালোভাবে প্রস্তুত করতে পারবেন তিনি। ম্যাক্সওয়েল বলেন,
'ইংল্যান্ডে খেলে আগামী বিশ্বকাপের জন্য নিজেকে প্রস্তুত করতে চাই। এখানকার কন্ডিশন, উইকেট সবকিছুর সম্পর্কেই ধারণা নিতে পারব। আমি খুবই রোমাঞ্চিত, মুখিয়ে আছি মাঠে নামতে।'
এদিকে ম্যাক্সওয়েলের পাশাপাশি অস্ট্রেলিয়ার আরেক ক্রিকেটার জো বার্নসের সঙ্গেও চুক্তি সই করেছে ল্যাঙ্কাশায়ার। ওয়ানডে কাপে ম্যাক্সওয়েলের সঙ্গে একই দলে খেলবেন তিনি।
তবে টি-টুয়েন্টি ব্লাস্টে ম্যাক্সওয়েল খেললেও থাকবেন না জো বার্নস। সে সময় স্বদেশী জেমস ফকনারকে সঙ্গী হিসেবে পাবেন ম্যাক্সওয়েল। গত বছর ল্যাঙ্কাশায়ারের সঙ্গে দুই বছরের চুক্তি করেছিলেন ফকনার।