বগুড়ায় পেসারদের দাপট চলছেই

ছবি: ছবি-সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লীগের (বিসিএল) তৃতীয় রাউন্ডের দ্বিতীয় দিন শেষে পূর্বাঞ্চলের বিপক্ষে ৭১ রানের লিড নিয়েছে মধ্যাঞ্চল। দিন শেষে ২ উইকেটে ১৩৯ রান স্কোরবোর্ডে যোগ করেছে মধ্যাঞ্চল।
পিনাক ঘোষ ৫২ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। আর দিনের শেষ বলে আব্দুল মজিদ সাজঘরে ফিরেছেন ৬৭ রানে। হাসান মাহমুদ এবং মোহাম্মাদ আশরাফুল নিয়েছেন ১টি করে উইকেট।
প্রথম দিন সব উইকেট পেসাররা নেয়ার পর দ্বিতীয় দিনও দাপট দেখিয়েছেন পেসাররা। দিনের ১১ উইকেটের মধ্যে ৯টিই নিয়েছেন পেস বোলাররা। এক জন রান আউট আর এক মাত্র স্পিনার হিসেবে আশরাফুল নিয়েছেন একটি উইকেট।
এর আগে দ্বিতীয় দিন সকালে ১ উইকেটে ৩৭ রান নিয়ে খেলতে নেমে পূর্বাঞ্চল অল আউট হয়েছে মাত্র ১৮৬ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ৪১ রান আসে মাহমুদুল হাসানের ব্যাট থেকে।
এছাড়া মাহিদুল ইসলাম অঙ্কন ৩৪ এবং দলপতি ফরহাদ রেজা করেন ২৭ রান। মধ্যাঞ্চলের পক্ষে বল হাতে এদিন দুর্দান্ত ছিলেন শহিদুল ইসলাম। ৬২ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট।

প্রথম ইনিংসে ১১৮ রানে মধ্যাঞ্চল গুটিয়ে যাওয়ায় ৬৮ রানের লিড পায় পূর্বাঞ্চল। সেই লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৩৯ রান নিয়ে দিন শেষ করে মধ্যাঞ্চল।
এর আগে প্রথম দিন ফরহাদ রেজার বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারে নি মধ্যাঞ্চলের ব্যাটসম্যানরা। পূর্বাঞ্চলের দলপতি এদিন শিকার করেন ক্যারিয়ার সেরা ৭ উইকেট।
সংক্ষিপ্ত স্কোরঃ
টসঃ পূর্বাঞ্চল
মধ্যাঞ্চল প্রথম ইনিংসঃ ১১৮ অলআউট (৫৫ ওভার); (জাকের ২০*, শরিফুল্লাহ ২৩; ফরহাদ রেজা ৭/৩২, আবু জায়েদ ২/৩৩)
পূর্বাঞ্চল প্রথম ইনিংসঃ ১৮৬ অল আউট (৫২.২ ওভার); ( মাহমুদুল হাসান ৪১; শহিদুল ইসলাম ৬২/৫)
মধ্যাঞ্চল দ্বিতীয় ইনিংসঃ ১৩৯/২ (৩৯.১ ওভার); (পিনাক ঘোষ ৫২*, আশরাফুল ০/১)
মধ্যাঞ্চল একাদশঃ
রাকিন আহমেদ, পিনাক ঘোষ, আব্দুল মজিদ, মার্শাল আইয়ুব, শুভাগত হোম (অধিনায়ক), তাইবুর রহমান, জাকির আলি, শরিফুল্লাহ, সালাউদ্দিন শাকিল, শাহিদুল ইসলাম, শাহাদাত হোসেন।
পূর্বাঞ্চল একাদশঃ
রনি তালুকদার, শামসুর রহমান শুভ, মাহমুদুল হাসান, ইরফান হোসেন, হাসান মাহমুদ, আবু জায়েদ, তাসামুল হক, মাহিদুল ইসলাম অংকন, ফরহাদ রেজা (অধিনায়ক), এনামুল হক জুনিয়র, মোহাম্মদ আশরাফুল।