'খোলা মনে খেলুক টাইগাররা'

ছবি: বাংলাদেশ দল, বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
উইন্ডিজদের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা বাংলাদেশ দল দ্বিতীয় টেস্টের জন্য নির্দিষ্ট কোন পরিকল্পনা করেনি। অধিনায়ক সাকিব আল হাসানের চাওয়া খোলা মনে খেলুক দলের সবাই।
চট্টগ্রাম টেস্টের উইকেট স্পিন সহায়ক হলেও ঢাকা টেস্টের উইকেট দেখে এখনই কোন মন্তব্য করতে নারাজ সাকিব। উইকেটের ধরন প্রতিদিনই বদল হয়, তাই অধিনায়ক মনে করেন উইকেট নিয়ে কোন পরিকল্পনা না করাই ভালো। দলের সবাই যদি খোলা মনে খেলে তাহলে সেটা দলের জন্য ভাল হবে বলে তাঁর দাবি। সাকিব জানান,

'আসলে উইকেট দেখে সবসময় অনুমান করা যায় না। এটা পৃথিবীর কোন উইকেটই যায় না। বলতে পারবে এরকম হতে পারে, কিন্তু কেউ বলতে পারবে না এরকমই হবে। মিরপুরের উইকেটও সেদিক থেকে একই রকম।
সুতরাং যখন খেলাটা শুরু হবে তখন গেলে বোঝা যাবে। আরেকটা জিনিস হচ্ছে টেস্ট ম্যাচ পাঁচ দিনের খেলা। প্রতিদিন উইকেট পরিবর্তন হয়, প্রতি সেশনে উইকেট পরিবর্তন হয়।আসলে কোন নির্দিষ্ট পরিকল্পনা মাথায় নিয়ে না খেলাই উচিত। খোলা মন থাকলে বরং টিমের জন্য ভালো।'
এদিকে ঢাকার উইকেট থেকে পেসাররা সুবিধা পেয়ে থাকেন। বিশেষ করে সকাল বেলা বাড়তি সুবিধা পান তাঁরা। আর অধিনায়ক এসব নিয়ে বিবেচনা করেই মাঠে নামবেন বলে জানান,
'বলা যায় না, ঢাকার উইকেট সকাল বেলা একটু হলেও পেস বোলারদের সবসময় হেল্প করে। স্পেশালি এমন ওয়েদারে, যখন একটু কুয়াশা পড়ে, একটু ঠাণ্ডা ঠাণ্ডা ভাব থাকে। ঢাকার উইকেটটাতে সবসময় পেস বোলারদের একটু হেল্প থাকে। সেটা আমাদের বিবেচনায় আছে।'
পুরো চট্টগ্রাম টেস্টেই উইকেট থেকে সুবিধা নিতে সক্ষম হয়েছিলেন স্পিনাররা। কিন্তু ঢাকা টেস্টে সিরিজ জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা বাংলাদেশ কেমন উইকেট পাবে সেটা ম্যাচের আগ মুহূর্ত পর্যন্ত বলা যাচ্ছেনা।