নাঈম হাসানঃ একবিংশ শতাব্দীর টেস্ট ক্রিকেটার

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে অভিষেক হয়েছে অফ স্পিনার নাঈম হাসানের। একবিংশ শতাব্দীতে জন্ম নেয়া বাংলাদেশের একমাত্র ক্রিকেটার তিনি। ২০০০ সালের ২রা ডিসেম্বর জন্ম গ্রহন করেছেন নাঈম।
সদ্য শেষ হওয়া জাতীয় লিগের আসরে সর্বাধিক উইকেট শিকারি হয়েছেন তরুণ স্পিনার নাঈম হাসান। চট্টগ্রামের হয়ে খেলা এই স্পিনার ৯ ইনিংস বল করে তুলে নিয়েছেন ২৮ উইকেট।

জাতীয় লিগের আসরে ঢাকা বিভাগের বিপক্ষে এক ইনিংসে ১০৬ রানের বিনিময়ে ৮ উইকেট নিয়েছিলেন ১৭ বছর বয়সী এই অফ স্পিনার।
সেই সঙ্গে ঢাকা মেট্রোর বিপক্ষে দুই ইনিংস মিলিয়ে নিয়েছেন ৯ উইকেট। সেখান থেকেই নির্বাচকদের নজরে এসেছেন নাঈম এবং জায়গা করে নিয়েছেন জাতীয় দলে।
তিনি ছাড়াও এই যুগে জন্ম নিয়েছেন, টেস্টে অভিষেক হওয়া এমন ক্রিকেটার আফগানিস্তানের মুজিবুর রহমান। চলতি বছরের জুনে ভারতের বিপক্ষে টেস্টে অভিষেক হয়েছিল এই স্পিনারের.