প্রস্তুত সাদমান

ছবি: সাদমান ইসলাম

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
গত কয়েক বছর ধরেই বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের নিয়মিত মুখ সাদমান ইসলাম। বয়সভিত্তিক ক্রিকেটে দারুণ আলো ছড়ানোর পর এবার জাতীয় দলে ডাক পেয়েছেন এই বাঁহাতি ওপেনার। দারুণ পারফর্মেন্সের পরও জাতীয় দলে ডাক পাচ্ছিলেন না।
এই দীর্ঘ সময়ে নিজেকে প্রস্তুত করেছেন তিনি। এখন জাতীয় দলের হয়ে মাঠে নামার জন্য তৈরি এই তরুণ। নিজের খেলার প্রচলিত ধরণটাই ধরে রাখতে প্রত্যয়ী সাদমান। 'আমি তো অবশ্যই নিজেকে তৈরি করে রাখব। আর সুযোগ যদি আসলে তাহলে আমি সবসময় যেভাবে খেলে আসছি সেভাবে খেলব।

কিভাবে নিজেকে গুছিয়ে নিতে হয়, পারফর্ম করতে হয় এবং কিভাবে বড় রান করতে হয় এগুলো ঠিক রাখতে হবে। আমি সেভাবেই নিজেকে সেট করি আর সেভাবেই সেট করছি নিজেকে।' জাতীয় লিগের গত আসরের সর্বাধিক রান সংগ্রাহক ছিলেন তিনি।
তাছাড়া, এখন পর্যন্ত মোট ৪২টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৪৬.৫০ গড়ে করেছেন ৩০২৩ রান। মূলত এই পারফর্মেন্সের কারণেই জাতীয় দলে ডাক পেয়েছেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর সাতটি সেঞ্চুরি এবং ১৬টি হাফ সেঞ্চুরি আছে।
উইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ২ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে আগামী ২২ নভেম্বর। চট্টগ্রামে অনুষ্ঠিত হওয়া এই ম্যাচেই অভিষেক হতে পারে সাদমানের।