শুরুতেই আইরিশ ব্যাটসম্যানদের তোপে বাংলাদেশ

ছবি:

আয়ারল্যান্ড সফরে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজের ২-২ ব্যবধানে ড্র করেছে বাংলাদেশ দল। এবার আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে টি২০ সিরিজে মাঠে নামছে টাইগাররা। সীমিত ওভারের এই ফরম্যাটে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন বাঁহাতি ব্যাটসম্যান সৌম্য সরকার।
ডাবলিনের ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব মাঠে ইতিমধ্যে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আয়ারল্যান্ড উলভসের অধিনায়ক অ্যান্ড্রু বালবিরনি। আগে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করেন আয়ারল্যান্ডের দুই ওপেনার স্টুয়ার্ট থম্পসন ও উইলিয়াম পোর্টারফিল্ড।
৩ ওভার শেষে আয়ারল্যান্ড উলভসের সংগ্রহ কোনো না হারিয়ে ২৮ রান।

আয়ারল্যান্ড এ (একাদশ):
অ্যান্ড্রু বালবিরনি (সি), উইলিয়াম পোর্টারফিল্ড, অ্যান্ডি ম্যাকব্রাইন, সিমি সিং, লোরাকান টাকার (উইকেটরক্ষক), টায়রন কেন, স্টুয়ার্ট থম্পসন, কেভিন ও ব্রায়ান, জর্জ ডকরেল, ব্যারি ম্যাকার্থি, পিটার চেজ।
বাংলাদেশ এ (একাদশ):
মিজানুর রহমান, জাকির হাসান, সোম্য সরকার (অধিনায়ক), মমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, ফজলে মাহমুদ, শরিফুল ইসলাম, সানজামুল ইসলাম, খালেদ আহমেদ, আফিফ হোসেন, নাঈম হাসান, সাইফ হাসান।