টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ

ছবি:

আয়ারল্যান্ড সফরে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজের ২-২ ব্যবধানে ড্র করেছে বাংলাদেশ দল। এবার আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে টি২০ সিরিজে মাঠে নামছে টাইগাররা। সীমিত ওভারের এই ফরম্যাটে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন বাঁহাতি ব্যাটসম্যান সৌম্য সরকার।
ডাবলিনের ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব মাঠে ম্যাচটি শুরু হবে রাত ৯ টায়। ইতিমধ্যে এই ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আয়ারল্যান্ড উলভসের অধিনায়ক অ্যান্ডি বালবিরনি। ফলে কিছুক্ষণের মধ্যেই ফিল্ডিংয়ে নামবে বাংলাদেশ দল।
আয়ারল্যান্ড এ (স্কোয়াড):

জেমস শ্যানন, উইলিয়াম পোর্টারফিল্ড, এন্ড্রু বালবিরনি (অধিনায়ক), অ্যান্ডি ম্যাকব্রাইন, কেভিন ও'ব্রায়েন, লরাকান টাকার (উইকেটরক্ষক), ব্যারি ম্যাকার্থি, পিটার চেজ, সিমি সিং, জর্জ ডকরেল, স্টুয়ার্ট থম্পসন, টাইরোন কেইন, ডেভিড ডেনলি।
বাংলাদেশ এ (স্কোয়াড):
মিজানুর রহমান, জাকির হাসান, সোম্য সরকার (অধিনায়ক), মমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, ফজলে মাহমুদ, নুরুল হাসান (উইকেটরক্ষক), শরিফুল ইসলাম, সানজামুল ইসলাম, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ, আফিফ হোসেন, নাঈম হাসান, সাইফ হাসান।