লর্ডসে নতজানু কোহলির ভারত

ছবি:

এজবাস্টনে ৫ ম্যাচ সিরিজের প্রথম টেস্টে দারুণ প্রতিদ্বন্দ্বিতা জমিয়ে তুলেছিল ভারত। সবাই মনে করেছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি সিরিজ হতে চলেছে। যদিও সেই ম্যাচে মাত্র ৩১ রানের ব্যবধানে হেরে গিয়েছিল ভিরাট কোহলির দল।
লর্ডসে সিরিজের দ্বিতীয় ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা তো দূরে থাক দুই ইনিংসে সম্মানজনক সংগ্রহও গড়তে পারেনি ভারত। ফলে ইনিংস হারের লজ্জায় পড়েছে তারা। ভারতকে ইনিংস ও ১৫৯ রানের বড় হারের লজ্জা দিয়েছে স্বাগতিক ইংল্যান্ড।
নিজেদের প্রথম ইনিংসে ভারত মাত্র ১০৭ রানে গুটিয়ে যায়। ইংলিশ পেসার অ্যান্ডারসন একাই নেন ৫ উইকেট।জবাবে ব্যাট করতে নেমে ৩৯৬ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়ে নিজেদের ইনিংস ঘোষণা করে স্বাগতিক ইংল্যান্ড।

স্বাগতিকদের হয়ে ১৩৭ রানের অপরাজিত ইনিংস খেলেছেন ক্রিস ওকস। তাছাড়া ৯৩ রান এসেছে অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটসম্যান জনি বাইরস্টর ব্যাট থেকে। ইংলিশদের নেয়া ২৮৯ রানের পাহাড়সম লিডের জবাবে ব্যাট করতে নেমে নিজেদের দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিং ব্যর্থতায় পড়ে ভারত।
ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে সফরকারীরা। ফলে তারা অল আউট হয়ে যায় মাত্র ১৩০ রানে। ভারতের ইনিংস গুটিয়ে দেয়ার পেছনে মূখ্য ভূমিকা পালন করেছেন দুই ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড। দুজনই ৪ টি করে উইকেট নিয়েছেন। দুটি উইকেট গেছে স্যাম কুরানের ঝুলিতে।
দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ৩৩ রান করেছেন অলরাউন্ডার রবিচন্দন অশ্বিন। তাছাড়া হার্দিক পান্ডিয়ার ব্যাট থেকে এসেছে ২৬ রানের ইনিংস। প্রথম ইনিংসে ২৩ করে আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে মাত্র ১৭ রান করে আউট হয়েছেন ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলি।