promotional_ad

লর্ডসে অ্যান্ডারসনের ইতিহাস

promotional_ad

ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসনের বোলিং তোপে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১০৭ রানে গুটিয়ে গিয়েছিল ভারত। দ্বিতীয় ইনিংসেও অ্যান্ডারসনের বলে ভুগছে ভারতীয়রা। ইনিংসের শুরুতেই দুই ভারতীয় ওপেনার লোকেশ রাহুল ও মুরালী বিজয়কে ফিরিয়েছেন তিনি।


বিজয়কে সাজঘরে ফিরিয়ে ইতিহাস গড়েছেন অ্যান্ডারসন। লর্ডসে প্রথম বোলার হিসেবে ১০০ উইকেট নেয়ার রেকর্ড গড়েছেন তিনি। বিজয়কে ফিরিয়ে টেস্ট ক্যারিয়ারে ৫৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন।


টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ উইকেট নেয়া বোলারদের তালিকায় অ্যান্ডারসনের অবস্থান পঞ্চম। ৫৬৩ উইকেট নিয়ে এই ইংলিশ পেসারের আগে আছেন অজি পেসার গ্লেন ম্যাকগ্রা। 



promotional_ad

তাছাড়া তিন নম্বরে ৬১৯ উইকেট নিয়ে ভারতীয় স্পিনার অনিল কুম্বলে। ২ নম্বরে ৭০৮ উইকেট নিয়ে শেন ওয়ার্ন আছেন। ৮০০ উইকেট নিয়ে এই তালিকার শীর্ষে আছেন লঙ্কান কিংবদন্তী স্পিনার মুত্তিয়া মুরালীধরণ।


নির্দিষ্ট একটি ভেন্যুতে সর্বোচ্চ উইকেট নেয়ার রেকর্ডটিও এই লঙ্কানের দখলে। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে ১৬৬ উইকেট নিয়েছেন তিনি। তাছাড়া কেন্ডিতে ১১৭  উইকেট ও গলে ১১১ উইকেট দখলের কীর্তি আছে মুরালীধরণের।


মুরালীধরণের পর ইতিহাসের দ্বিতীয় বোলার হিসেবে কোনো নির্দিষ্ট ভেন্যুতে উইকেটের শতকের রেকর্ড গড়লেন অ্যান্ডারসন। গলে এখন পর্যন্ত ৯৯ উইকেট দখল করেছেন রঙ্গনা হেরাথ। তিনি মুরালী-অ্যান্ডারসনদের সঙ্গী হওয়ার অপেক্ষায় আছেন।



 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball