promotional_ad

দুজন ক্রিকেটারকে নিয়েই যত সমস্যা!

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

গত কয়েক মাসে নানা বিতর্কে জড়িয়েছেন বাংলাদেশ দলের দুই ক্রিকেটার নাসির হোসেন ও সাব্বির রহমান। দুজনই বোর্ডের কাছ থেকে বিভিন্ন সময়ে শাস্তি পেয়েছেন। বারবার এই দুজনের নাম সামনে আসায় বেশ বিরক্ত বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।


সম্প্রতি সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে নাম উল্লেখ্য না করলেও তিনি জানিয়েছেন, তাদের এই বিতর্কের প্রভাব খেলাতেও পড়েছে। একজন দলেই নেই। আরেকজনের ব্যাট কোনো ভাবেই যেন হাসছে না।


নাজমুল হাসানের ভাষ্যমতে, "এখানে দুজন ক্রিকেটারের নামই আসে। একজন এখনকার ক্রিকেটার, আরেকজন একটু পুরোনো। পুরোনো যে, সে তো এখন দলে নাই। আরেকজন যে দলে আছে, সেও না থাকার মতো অবস্থায় ঝুলছে। এটা আপনাদের বুঝতে হবে।"



promotional_ad

বিসিবি সভাপতি জানিয়েছেন কারো ব্যক্তিগত ব্যাপারে ঢোকা কঠিন। কাউকে বাসায় গিয়ে মনিটর করা সম্ভব নয় বিসিবির পক্ষ থেকে। এটা সাব্বির-নাসিরদের বুঝতে হবে বলে জানিয়েছেন তিনি।


তাছাড়া, তাদের অনেক সুযোগ দেয়া হয়েছে বলেও মনে করেন বিসিবির এই কর্তা। শুধরানোর অনেক সুযোগ পেয়েও ব্যর্থ এই দুই ক্রিকেটার। এর দায় বোর্ড নেবে না বলেও কড়া ভাষায় জানিয়ে দিয়েছেন নাজমুল হাসান।


"আমরা তো হঠাৎ করে… দেখুন, ব্যক্তিগত ব্যাপারে ঢোকা কঠিন। আমরা তো বাসায় গিয়ে মনিটর করে আসতে পারব না। ওদেরকেই বুঝতে হবে। সুযোগ দেওয়া হয়েছে প্রচুর, কিন্তু ওরা দি ভালো হওয়ার শোধরানোর সুযোগ না নেয়, তাহলে ওটা ওদের সমস্যা। বোর্ডের সমস্যা না।"




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball